বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৮ জুন : বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বিশাল গড় বিদ্যালয় পরিদর্শকের সহযোগিতা বিশালগড় ব্লকের ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ১০০ শতাংশ পাশ‌ ১২ টি বিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়। শুক্রবার বিশালগড় নতুন টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে সূচনা করেন রাজ্যের বিশিষ্ট সমাজিক ব্যক্তিত্ব রাজীব ভট্টাচার্য।

এছাড়া উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশাল গড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, বিশাল গড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরুকায়েস্ত, বিশাল গড় সমিষ্ঠ উন্নয়ন আধিকারিক নন্টু দেব, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, বিশাল গড় ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা। স্বাগত ভাষণ রাখেন বিশাল গড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা।

বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা

বিশালগড় ব্লক প্রথম বিভাগের উত্তীর্ণ মাধ্যমিকে ৩৭৫ জন এবং উচ্চমাধ্যমিকে ১৭৩ জন কে এবং ১০০ শতাংশ পাশ ১২টি বিদ্যালয়ের পুরস্কার  তুলে দেন  অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রাজিব ভট্টাচার্য, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ মঞ্চে বিশিষ্ট অতিথিরা। এ দিন রাজ্য শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ট্যাবলেট দেওয়া হয়।

Author

Spread the News