‘বরাক বার্তা’র বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন, ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মে : হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম ‘বরাক বার্তা’ এর ২৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান শিলচর গান্ধীভবনে ঋষিকেশ শেফালিকনা স্মৃতি মঞ্চে সম্পন্ন হল রবিবার। দুই পর্যায়ের এই অনুষ্ঠানে সকালবেলা বিশিষ্ট জাতীয় টেবিল টেনিস ক্রীড়াবিদ শংকর দাস ও কবি সাহিত্যিক সাংবাদিক মৃদুলা ভট্টাচার্যের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন করে শুরু হয় রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য ও সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা। দুপুরে বিশেষ ভাবে সক্ষম ৪০ জন পড়ুয়াকে মধ্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়।

'বরাক বার্তা'র বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন, ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা
বক্তব্য রাখছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

সান্ধ্যকালীন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে গুনসিন্ধু মহারাজ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শতানন্দ ভট্টাচার্য ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শুরু হয় সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সম্মাননা অনুষ্ঠানে প্রথমে ওএনজির সিজিএম জিওলজি অ্যাসেট ম্যানেজার বিপুল গোঁহাইর হাতে উত্তরপূর্বাঞ্চলে সেবামূলক কাজের জন্য সেবারত্ন পুরস্কার ২০২৪ তুলে দেন মুখ্য অতিথি গুনসিন্ধু মহারাজ। খেলাধুলার জগতে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া আয়োজনে উত্তরপূর্বাঞ্চলে বিশেষ ভূমিকা পালনের জন্য লালনপ্রসাদ গোয়ালাকে সর্বোত্তম ক্রীড়া সংগঠক পুরস্কার ২০২৪ প্রদান করেন গুণসিন্ধু মহারাজ। অধ্যয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য ডন বসকো স্কুলের অধ্যক্ষ সুজিত কে শিক্ষারত্ন পুরস্কার ২০২৪ তুলে দেন বিশিষ্ট সমাজসেবী সাধন পুরকায়স্থ। গৌড়ীয় নিত্য কলা প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে গৌড়ীয় নৃত্যের প্রচার প্রসারের জন্য সত্যজিৎ বসুকে নৃত্যরত্ন পুরস্কার ২০২৪ দিয়ে সম্মাননা প্রদান করেন স্বামী গুনসিন্ধু মহারাজ।

'বরাক বার্তা'র বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন, ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা
স্বামী গুনসিন্ধু মহারাজ বক্তব্য রাখছেন।

শিল্পকলা ও ভাস্কর্য অধ্যয়ন গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. গণেশ নন্দীকে কলারত্ন পুরস্কার ২০২৪ দিয়ে সম্মাননা প্রদান করেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ও স্বামী গুণসিন্ধু মহারাজ। চিকিৎসা সেবার ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে বিশেষ ভূমিকা পালন করার সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য ডাঃ রঞ্জন সিংকে কর্মরত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করেন সমাজসেবীর স্বর্ণালী চৌধুরী। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রচার প্রসারের ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে বিশেষ উল্লেখ প্রিয় ভূমিকা পালন করার জন্য সিএনএন চ্যানেলের নির্দেশক জয়জিৎ বিশ্বাসকে ক্রিয়েটিভ মিডিয়া পার্সোনালিটি সম্মাননা জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও স্বামী গুনসিন্ধু মহারাজ। কলা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সমাজ তথা দেশের স্বার্থে উল্লেখ নিয়ে ভূমিকা পালন করার জন্য আন্তর্জাতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করায় সন্তোষ চন্দ্র মহোদয় কে যুব সংস্কৃতি রত্ন পুরস্কার ২০২৪ প্রদান করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, স্বামী গুনষ সিন্ধু মহারাজ ও সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। ক্রীড়া জগতে বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে আসাম রাজ্যের নাম জাতীয় স্তরে প্রচার প্রসার করার জন্য অভিজিৎ দেব ওরফে বাচ্চুকে ক্রীড়া রত্ন পুরস্কার ২০২৪ প্রদান করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও সমাজসেবী স্বর্ণালী চৌধুরী শারীরিক অবস্থা খুবই শোচনীয় থাকায় ওনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন উজ্জীবন স্পষ্টিক্স সোসাইটির কর্ণধার দোলা দেব। নাট্যজগতে নাট্যচর্চা অভিনয় ও বিশেষ ভূমিকা পালনের জন্য নাট্যশিল্পী অভিনেতা মৌটুসি বিশ্বাস এর স্বামী প্রয়াত সিদ্ধার্থ শংকর পুরকায়স্থকে মরণোত্তর নাট্যরত্ন পুরস্কার ২০২৪ প্রদান করেন সতানন্দ চৌধুরী। করুণা মহামারী ও বন্যার সময় তথা বর্তমানে তীব্র দাবদাহে সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন করার জন্য প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা জ্ঞাপন করেন সদানন্দ ভট্টাচার্য।

'বরাক বার্তা'র বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন, ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা
সাংস্কৃতিক অনুষ্ঠানের এক মুহূর্ত।

অনুষ্ঠানে বৈদ্যুতিন প্রচার মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করার জন্য দীপজায় চক্রবর্তীকে প্রমিসিং জার্নালিস্ট আওয়ার্ড সম্মানে সম্মাননা করা হয়। সক্রিয় মর্মস্পর্শী সাংবাদিকতা পুরস্কার ২০২৪ পদক ও সম্মান এনই নিউজ এর ভিডিও জার্নালিস্ট শ্রীবাস দাস এর হাতে তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বৈদ্যুতিন প্রচার মাধ্যমে এডিটিং এর ক্ষেত্রে সৃজনশীল ভূমিকা পালন করার জন্য বেস্ট ইমিডিয়া এডিটর অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন এনই নিউজ এর এডিটর অজিত পাল।তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন প্রবীণ সাংবাদিক সমাজসেবী সতানন্দ ভট্টাচার্য। দৈনন্দিন কর্মকাণ্ডে সাংবাদিকতায় বিশেষ কাভারেজের জন্য হিফজুর রহমান বড়ভূইয়াকে সম্মাননা জ্ঞাপন করেন দোলা দেব। এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এরপর বক্তব্যে স্বামী গুনোসিন্ধু মহারাজ ছাত্র-ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে আর্থিক অনুদান প্রদান করার পাশাপাশি দুর্গোৎসবের সময় গরিব দুস্থ বাচ্চাদের মধ্যে বস্ত্র বিতরণ করার জন্য সবাইকে অনুপ্রাণিত করেন ও বরাক বার্তার এই কর্মকান্ডের জন্য ইতিহাস বরাকবার্তাকে মনে রাখবে বলে বক্তব্য রাখেন।

'বরাক বার্তা'র বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন, ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা
সম্পাদক সঞ্জীব সিং।

মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ক্ষেত্রে এরকম ধ্রুবতারাদের এক জায়গায় সংযোজন করা খুবই কঠিন ব্যাপার তার মধ্যেও উদ্দেশ্য ও লক্ষ্য যদি মহৎ থাকে তাহলে তা সম্ভব হয়। যা সঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছে হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম বরাক বার্তা। সংবাদ মাধ্যমকে পেশা হিসেবে না নিয়ে সেবামূলক কর্মকাণ্ড ও দেশ জাতির সেবায় বিগত ২৫ বছর ধরে নিজেদের কর্মকাণ্ডকে ধরে রেখেছে বরাক বার্তা পরিবার সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা ও ক্রীড়া ক্ষেত্রে। উল্লেখ নিও ভূমিকা পালন করে আসছে বরাক বার্তা সংবাদ মাধ্যম।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বরাক বার্তা নিউজ চ্যানেলের সম্পাদক সঞ্জীব সিং, নীলমচন্দ, জুহি নাথ, জয়দীপ দাস, নিতাই ঘোষ, জয়িতা নাথ, আফসানা বেগম, দিলীপ সিং, ও অন্যান্য সকল স্তরের সদস্যরা। অনুষ্ঠান সর্বতোভাবে সফল হওয়ায় সবার প্রতি শেষ মুহূর্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বরাক বার্তার সম্পাদক সঞ্জীব সিং।

Author

Spread the News