বিবেকানন্দের মর্মর মূর্তির পুনঃ প্রতিস্থাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠানের দিন আসাম বিশ্ববিদ্যালয় চত্বরে পুনঃ প্রতিস্থাপন করা হলো স্বামী বিবেকানন্দের মর্মর ব্রোঞ্জ মূর্তি। প্রয়াত বাবা ঋষিকেশ সাহার স্মৃতিতে এই উদ্যোগ নেন শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ডঃ অনুপ কুমার রায়। শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য্য অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা ও উপাচার্য রাজীব মোহন পন্তের হাত ধরে পুনঃ প্রতিস্থাপন করা ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ডোনার সদস্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ডঃ অনুপ কুমার রায়।

উল্লেখ্য ২০১১-১২ তে প্রয়াত বাবা ঋষিকেশ সাহার স্মৃতিতে বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তি প্রতিস্থাপনের উদ্যোগ নিয়ে তদানীন্তন রামকৃষ্ণ মিশনের সভাপতির হাত দিয়ে তার উন্মোচনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ডঃ অনুপ কুমার রায়। মূর্তি নির্মাণে তখন উদ্যোগী হয় আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের ছাত্র বিনয় পাল সহ অন্যান্যরা। তখনকার উপাচার্য অধ্যাপক সোমনাথ দাশগুপ্ত উপস্থিত ছিলেন প্রতিস্থাপন করা মূর্তির উন্মোচন অনুষ্ঠানে। যাইহোক বেশ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর গত বছর কোনও কারণবশতঃ দেখা যায় মূর্তিটি বাঁকা হয়ে এক বিকৃত রূপ নেয়। তখন আসাম বিশ্ববিদ্যালয়ের তরফে ডোনারদের জানানো হয় মূর্তিটি দেখতে অসুন্দর লাগছে এবং এটা এভাবে রাখা ঠিক হবে না, আপনারা এবিষয়ে বিকল্প কোন চিন্তা করুন। তখন ডোনার সদস্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ড. অনুপ কুমার রায় উদ্যোগ নিয়ে ফাইন আর্টস এর ডঃ বিনয় পালকে পুনরায় মূর্তি নির্মাণের দায়িত্ব দেন। শেষ পর্যন্ত শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও উপাচার্যের হাত ধরে পুনরায় নতুন করে পুনঃ প্রতিস্থাপন করা বিবেকানন্দের ব্রোঞ্জ মূর্তির উন্মোচন হয়। 

বিবেকানন্দের মর্মর মূর্তির পুনঃ প্রতিস্থাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

এদিকে, পুনঃ প্রতিস্থাপিত মূর্তির উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য্য অরুপ রাহা এই মহৎ কাজে ব্রতী হওয়ার জন্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ও ডঃ অনুপ কুমার রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন করে ব্রোঞ্জ মূর্তি পুনঃ প্রতিস্থাপনে সহযোগিতার জন্য আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার তাঁরা।

বিবেকানন্দের মর্মর মূর্তির পুনঃ প্রতিস্থাপন আসাম বিশ্ববিদ্যালয়ে

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে আহ্বায়ক প্রফেসর চির রঞ্জন ভট্টাচার্য, ড. বিনয় পাল, জয়ন্ত ভট্টাচার্য সহ অনেকে। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়শ্রী দে। 

Author

Spread the News