কাছাড়ে আরবিএসকে-র মাল্টি-স্পেশালিটি হেল্থ ক্যাম্প
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : বুধবার থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল হেল্থ ক্যাম্প। ন্যাশনাল হেল্থ মিশনের রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)-র অধীনে জেলার ৮টি স্বাস্থ্য খন্ডে ১৮ বছর বয়স অবধি স্কুল অথবা অঙ্গন ওয়াড়ি পড়ুয়াদের বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধ প্রদান করার উদ্দেশ্যেই এই আয়োজন। বুধবার লক্ষীপুর স্বাস্থ্য খন্ডের ছোটমামদা মডেল হসপিটালে অনুষ্ঠিত হয় এই বহুমাত্রিক স্বাস্থ্য শিবির। শিবিরে ২৯৪ স্কুল ও অঙ্গন অয়াড়ি পড়ুয়াদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন বিক্রমপুর হেল্থ ব্লকে হয় এই বহুমাত্রিক স্বাস্থ্য শিবির। শিবিরে ২০৫ পড়ুয়া ও শিশুর বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা করা হয়।
শিবিরগুলোতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মধ্যে অস্তি, চামড়া ও চক্ষু এবং শিলচর সিভিল হাসপাতাল থেকে শিশু, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ছাড়াও টেকনিক্যাল সাপোর্ট দিতে চক্ষু সহকারী, নাক, কান ও গলা সহকারীর দল নিয়োগ করা হয়েছে। রয়েছেন কিশোর কিশোরীর জীবন শৈলীর পরামর্শকারীও। শিবিরে শূন্য থেকে ১৮ বছরের বয়স অবধি ছাত্র ছাত্রীদের চিকিৎসা করা হয়।
বিশেষ করে আরবিএসকে-র শনাক্ত করা শিশু ও পড়ুয়াদের জন্যই এই বিশেষ শিবির। যদি কোন শিশু বা পড়ুয়া আরবিএসকে-র আওতাভুক্ত না হন, তবুও এই শিবিরে চিকিৎসা সেবার সুযোগ নিতে পারবেন।