আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিঙ্কু দেবকে মেধা পুরস্কার আরবিআই’র

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার পুরস্কার পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া টিঙ্কু দেব। এই স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার তাঁকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে শংসাপত্র সহ এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের ৯০ তম বর্ষ উদযাপন উপলক্ষে সর্বভারতীয় স্তরে এই চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা অংশ নেন।

মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচিত সব শিল্পকলার প্রদর্শনী আয়োজিত হয়। সেইসঙ্গে এ দিনই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। আর এতেই বাজিমাৎ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র টিস্কু দেব। প্রতিযোগিতার বিচারকদের নির্বাচনে টিন্ধু দেবের শিল্পকলা প্রথম হয়। প্রদর্শনীতে অংশ নিতে টিন্ধু দেবের সঙ্গে নতুন দিল্লি যান বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিব্রত চক্রবর্তীও। এদিকে সর্বভারতীয় স্তরে টিন্ধু দেবের এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে বিশ্ববিদ্যালয় পরিবারে।

বিভাগীয় প্রধান তথা অবণীন্দ্রনাথ ঠাকুর স্কুল অব ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজের ডিন অধ্যাপক নির্মলকান্তি রায় সপ্তম সেমিস্টারের ছাত্র টিস্কু দেবের এই কৃতিত্বে খুশি ব্যক্ত করে বলেছেন, ‘আমাদের কাছে এ এক গৌরবের মুহূর্ত। টিঙ্কুর এই সাফল্য বিভাগের সবাইকে গৌরবান্বিত করেছে।’ অনুরূপভাবে টিন্ধু দেবকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ সহ আরও অনেকেই।

আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিঙ্কু দেবকে মেধা পুরস্কার আরবিআই'র
আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র টিঙ্কু দেবকে মেধা পুরস্কার আরবিআই'র

Author

Spread the News