জাপান প্যারা ব্যাডমিন্টনে ভারতীয় দলের কোচ হয়ে রওয়ানা রাহুলের, সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : ইন্টারন্যাশনাল প্যারা ব্যাডমিন্টন ২০২৫ প্রতিযোগিতায় ভারতীয় প্যারা ব্যাডমিন্টন দলের হেড কোচ নিযুক্ত হয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কোচ রাহুল দে। জাপানে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে রবিবার তিনি শিলচর থেকে রওয়ানা হলেন। গুয়াহাটি হয়ে সোমবার দুপুর ১:৩০ মিনিটে দিল্লিতে পৌছবেন। রাত ১২:৩০ মিনিটে তিনি দিল্লি থেকে টোকিও র উদ্দেশ্যে রওয়ানা হবেন।
রবিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে নগদ ৫ হাজার টাকা, টি-শার্ট ও ট্র্যাকসুট তুলে দেন শিলচর ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য ও সহ-সভাপতি সুবিমল ধর।

