হাইলাকান্দিতেও রেশন কার্ড বণ্টন
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : হাইলাকান্দি জেলার আলগাপুর- কাটলিছড়া বিধানসভা চক্রের ১৩৬৩টি পরিবারের ১৪৪৯৬ জনকে নতুন রেশন কার্ড বণ্টনের সূচনা করা হয়েছে। বোয়ালিপারের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গনে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বন্টন প্রক্রিয়ার সূচনা করা হয়। হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, পুরপতি কল্যাণ গোস্বামী এবং জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এই কার্ড বণ্টনের সূচনা করেন।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে নতুন রেশন কার্ডধারীদের প্রতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে অন্ন সপ্তাহ সেবার দিন ডিলারদের কাছ থেকে বিনামূল্যের এই চাল সংগ্রহ করার আবেদন জানান। এই চাল সংগ্রহের সময় ই-পস মেসিনের মাধ্যমে তা সংগ্রহ করতে বলেন ডিসি। রেশন সামগ্রী সম্পর্কে কোন অভিযোগ থাকলে তা জিপি অফিস, বিডিও অফিস অথবা ডিসি অফিসে জমা দিতে বলেন ডিসি। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসের জনপ্রতি ৫ কেজি করে চাল দেওয়া হবে।
কার্ড প্রাপকরা আয়ুষ্মান কার্ডও পাবেন যা দিয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে ভাষণ দিয়ে বিধায়ক জাকির হোসেন লস্কর অরুণোদয় বাছাইয়ের সময় যাতে প্রকৃত দুস্তরা বঞ্চিত না হন তা দেখতে পরামর্শ দেন। তিনি রেশন কার্ড প্রদানের মতো সাহসী পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে পুরোপতি কল্যাণ গোস্বামী প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন।
এছাড়া আলগাপুরের বিধায়ক প্রতিনিধি জামাল উদ্দিন চৌধুরী, ডিডিসি এল্ডাড ফাইরিম, হরিমোহন রাজভর, নারায়ন দেবনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।