রতন থিয়ামকে গ্রীষ্মকালীন নাট্য কর্মশালায় শ্রদ্ধাঞ্জলি পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : ভারতের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও থিয়েটার আন্দোলনের পথিকৃত রতন থিয়াম-এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা শিল্পীমহল। থিয়েটার জগত হারালো এক কিংবদন্তি, এক শিক্ষক, এক দৃষ্টিভঙ্গির নির্মাতা। আজ পাথারকান্দির হলি চিলড্রেন স্কুলে চলমান পক্ষকালব্যাপী গ্রীষ্মকালীন নাট্য কর্মশালায়, প্রয়াত শিল্পীর স্মরণে আয়োজন করা হয় এক শোকসভা। কর্মশালাটি আয়োজন করে শ্রীভূমি জেলা প্রশাসন এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ। শোকসভায় নাট্য বিষয়ক মুখ্য প্রশিক্ষক অমরজিৎ সরকার বলেন, রতন থিয়াম কেবল একজন নাট্যকার ছিলেন না—তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। তিনি মঞ্চে আনা নাটকের মধ্য দিয়ে উপমহাদেশীয় চেতনা, ঐতিহ্য ও দর্শনের গভীর বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর মতো শিল্পী শতাব্দীতে একবার জন্মান।

তিনি আরও বলেন, এই মহীরুহের প্রয়াণে আমরা হারালাম এক প্রেরণাদায়ী গুরু, যার অনুপ্রেরণায় পরবর্তী প্রজন্ম নাট্যচর্চায় এগিয়ে যেতে পারে। নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ-এর মুখ্য উপদেষ্টা সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী বলেন,রতন থিয়াম এমন এক নাম, যিনি ভারতীয় থিয়েটারকে আন্তর্জাতিক মানচিত্রে স্থান দিয়েছেন। জাতীয় নাট্য বিদ্যালয়ের (NSD) প্রাক্তন পরিচালক হিসেবে তিনি উত্তর-পূর্ব ভারতের গর্ব ছিলেন। তাঁর নির্দেশনায় নাটক দেখা আমার কাছে এক আজীবন স্মৃতি হয়ে থাকবে। তিনি জানান, ভারত সরকার বিভিন্ন সময়ে পদ্মশ্রী-সহ বহু জাতীয় সম্মানে সম্মানিত করেছেন এই কিংবদন্তিকে। আয়োজক সংগঠন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি পরিষদের প্রতাপগড় আঞ্চলিক কমিটির সম্পাদক সঞ্জীব সিনহা বলেন, রতন থিয়ামের মতো পথপ্রদর্শকের অভাব কখনোই পূরণ করা সম্ভব নয়। তিনি আমাদের নাট্যচর্চার ভিত্তি, আমাদের অহংকার।শিক্ষাবিদ ও সাংস্কৃতিককর্মী এএস হোসেন আহমদ বলেন, প্রয়াত রতন থিয়ামের রেখে যাওয়া থিয়েটারের ঐতিহ্য আমরা যতটুকু পারি ধরে রাখব। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ ও কৃতির মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিও আমার সেই আহ্বান রইল।

শোকসভা শেষে প্রয়াত রতন থিয়ামের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশে ছড়িয়ে পড়ে বিষণ্ণতা, শ্রদ্ধা ও স্মৃতির আবেগঘন বাতাবরণ। উল্লেখযোগ্য যে, বুধবার ভোররাতে মণিপুরের ইম্ফলে অবস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন থিয়াম। বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে  জানা গেছে। রতন থিয়ামের জীবন ও কাজ ছিল থিয়েটারের পবিত্র অধ্যায়। তাঁর মৃত্যুতে থিয়েটার শুধু এক ব্যক্তিকে নয়, এক প্রতিষ্ঠান, এক দৃষ্টিভঙ্গি এবং এক উত্তরাধিকারের চিরবিদায় জানাল। পাথারকান্দির মঞ্চে এদিন সেই বেদনা, সেই শ্রদ্ধা প্রতিফলিত হলো এক মগ্নতায়।

Spread the News
error: Content is protected !!