ছাত্রছাত্রীদের মনোযোগী হওয়ার আহ্বান রতন কুমারের

লক্ষীনগর মডেল হাইস্কুলে সাইকেল বিতরণ____

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : পড়াশোনা করলে সাফল্য আসবেই। তাই মনোযোগী হয়ে পড়াশোনার সঙ্গে ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভা অর্জন করতে আহ্বান জানালেন এস এস কলেজের নবাগচাত অধ্যক্ষ ড০ রতন কুমার। তিনি শুক্রবার লালা শিক্ষা খণ্ডের অন্তর্গত লক্ষীনগর মডেল হাইস্কুলে অসম সরকার প্রদত্ত নবম শ্রেণির পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরন পর্বে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের জীবনের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বলেন অধ্যবসায় থাকলে জীবনে সাফল্য আসবে। তিনি রামকৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করার সময় লক্ষীনগর এলাকায় বসবাস করতেন তাই তিনি অনেক কাছে থেকে এই অঞ্চলের মানুষের জীবন যাত্রা লক্ষ্য করেছেন। একটা সময় ওই অঞ্চলে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ছিল না। কিন্তু এখন লক্ষীনগরে মডেল হাইস্কুল হওয়ার জন্য প্রত্যন্ত এলাকার বহু ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে। পাশাপাশি পাঠ্য সামগ্রী, সাইকেল, স্কুটি বিভিন্ন কিছু দিচ্ছে সরকার। তাই ছাত্রছাত্রীদের মনোযোগের সাথে  পড়াশোনার পাশাপাশি বহুমূখী প্রতিভা অর্জন করতে হবে। একই সঙ্গে তিনি আগামী দিনে এই স্কুলের ছাত্রছাত্রী এসএস কলেজ সেন্টার থেকে স্কুটি গ্রহণ করুক এটা তিনি কামনা করেন।

ছাত্রছাত্রীদের মনোযোগী হওয়ার আহ্বান রতন কুমারের

স্কুলের অধ্যক্ষ স্নেহাশিস উপাধ্যায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে স্কুলের সহকারী শিক্ষক বাবু কানু এসএস কলেজের নবাগত অধ্যক্ষ ড. রতন কুমারের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়ে বলেন, তাঁর মা বাবা ও চা-বাগানে কাজ করতেন। তাই অত্যন্ত কষ্ট সাধন করে তিনি পড়াশোনা করে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। তাই তিনি অনেকের কাছে প্রেরণা স্বরূপ। বাগান কতৃপক্ষের হয়ে ডেপুটি ম্যানেজার এসআর ত্রিগুনা ও ছাত্রছাত্রীরা এসএস কলেজের নব নিযুক্ত অধ্যক্ষকে সংবর্ধনা জানান। পাশাপাশি ত্রিগুনা বাবু ও সরকারের এধরনের কার্যসূচীর প্রশংসা করেন এবং স্কুলের উন্নয়নে অবিভাবক দের সাথে ও আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

ছাত্রছাত্রীদের মনোযোগী হওয়ার আহ্বান রতন কুমারের

অধ্যক্ষ স্নেহাশিস উপাধ্যায় জানান, এবছর নবম শ্রেণির ১২২ জন ছাত্র ছাত্রী মুখ্য মন্ত্রীর বিশেষ প্রকল্পের অন্তর্গত সাইকেল পাচ্ছে। ব্লক একাউন্টেন্ট শংকর চৌধুরী স্কুলের ছাত্র শিক্ষকের ভূয়সী প্রশংসা করে আরও পরিশ্রম করতে অনুরোধ জানান।সিআরসিসি সুপ্রিয় রায় ও সাইকেল বিতরন কার্যসূচীর প্রশংসা করেন। অ্যাকাডেমিক ইনচার্জ কানওয়ার লাল ছেত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্কুলের শিক্ষার মান আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।পরবর্তীতে এস এস কলেজর অধ্যক্ষ রতন কুমার সহ অন্যান্যরা আনুষ্ঠানিক ভাবে ছাত্র ছাত্রী দের মধ্যে সাইকেল বিতরন করেন।

ছাত্রছাত্রীদের মনোযোগী হওয়ার আহ্বান রতন কুমারের
ছাত্রছাত্রীদের মনোযোগী হওয়ার আহ্বান রতন কুমারের

Author

Spread the News