কামাখ্যা ধামে ভিক্ষা করা কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : মহানগরে একটি জঘন্য ঘটনা ঘটেছে। শক্তিপীঠ কামাখ্যা ধামে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে কামাখ্যা ধামের ভিআইপি পার্কিং লটের কাছে।
অভিযুক্ত নয়ন হালাই, ৯ বছর বয়সী মেয়ে নারায়ণ হালাইয়ের। নয়ন হালাই দীর্ঘদিন ধরে শক্তিপীঠ কামাখ্যায় প্রাইভেট ফটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন।
ওই কিশোরী তার মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে কামাখ্যায় ভিক্ষা করে আসছিল। শনিবার রাতে মায়ের সামনে মেয়েটিকে ধর্ষণ করে।
নির্যাতিতার মা বিচার চেয়ে কামাখ্যা থানায় অভিযোগ দায়ের করেছেন।কামাখ্যা পুলিশ ইতিমধ্যে নয়ন হালককে গ্রেফতার করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।