রংপুরের আঙ্গারজুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : শিলচরের রংপুর ৪র্থ খণ্ডের আঙ্গারজুড় এলাকায় এক পরিবারের ওপর উচ্ছেদ করার চেষ্টার এ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। অবশেষে, ২৯ মার্চ গভীর রাতে তাঁদের বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।  অভিযোগকারী নিগিন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর বৃদ্ধ ও অসুস্থ মা-বাবা। রাত আনুমানিক ১২টার সময় আগুন লাগানো হয়। স্থানীয় বাসিন্দা সুখেশ দাস প্রথমে ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নিগিন্দ্র দাসের বলেন, দীর্ঘদিন ধরেই তাদের বাড়ি ছাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। তাঁকে ও  পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এবার তারা বাড়িতে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপ নিল।

রংপুরের আঙ্গারজুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি। নিগিন্দ্র দাস রংপুর পুলিশ আউটপোস্টে একটি এফআইআর দায়ের করেছেন। তাঁদের  দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

রংপুরের আঙ্গারজুড়ে প্রতিবেশীদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার, বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

এ দিকে, স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। তবে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। 

Author

Spread the News