ঘর থেকে বের হয়ে নিখোঁজ রংপুর কদমতলার কিশোরী
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ রংপুর কদমতলার এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে ঘটনাটি জানান পরিবারের লোকরা। এ দিন রংপুর পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন কিশোরীর বাবা রংপুর কদমতলা চতুর্থ খণ্ডের বাসিন্দা ময়না মিয়া লস্কর। ময়না মিয়া জানান, ১৭ বছরের কিশোরী পম্পি বেগম লস্কর বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ রংপুর কদমতলা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই বান্ধবীর সঙ্গে বেড়ানোর উদ্দেশ্যেবের হয়। যাওয়ার সময় পম্পির সঙ্গে মোবাইল ফোন ছিল, কিন্তু বিকেল চারটার পর হঠাৎ করে পম্পি বেগমের মোবাইল বন্ধ হয়ে যায়, পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পম্পির কোন ধরনের সন্ধান পায়নি।
নিরুপায় হয়ে পম্পি বেগম লস্করের বাবা সংবাদ মাধ্যমের সাহায্যে পম্পি বেগম লস্করকে কোনও স্বহৃদয় ব্যক্তি দেখে থাকেন, তাহলে রংপুর আউট পোস্ট বা ৯৩৯৫৮১৭৫৫৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানান।