রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের দুই দিনব্যাপী যুব সম্মেলন সমাপ্ত

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের দুই দিনব্যাপী যুব সম্মেলন সমাপ্ত হল। সেবাশ্রমের প্রাঙ্গনে শনিবার শেষ দিন আয়োজন করা হয় যুব সম্মেলন।  একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দের শিক্ষার তাৎপর্য নিয়ে আলোচনা হয়।

এ দিন সকাল ৮টায় নাম নিবন্ধনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। এরপর মহারাজদের নেতৃত্বে মন্ত্রোচ্চারণ এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। স্বামী গণধীশানন্দজী তাঁর প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর স্বামী বৈকুণ্ঠানন্দজি এক সংক্ষিপ্ত ধ্যান সেশনের মাধ্যমে উপস্থিতদের মধ্যে স্থিরতা এবং মনোযোগের বীজ বপন করেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে রামকৃষ্ণ মিশন, হাফলং-এর সম্পাদক স্বামী অমিতেশানন্দজি “স্বামী বিবেকানন্দের আত্মনির্ভরশীল শিক্ষার” উপর একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তাঁর কথা যুবসমাজকে আত্মনির্ভরশীলতা এবং নৈতিক সততার গুরুত্ব উপলব্ধি করায়। এরপর স্বামী প্রেমঘনানন্দজির বক্তব্য রাখেন। 

রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের দুই দিনব্যাপী যুব সম্মেলন সমাপ্ত

রাজশ্রী পাল এবং অন্যান্য শিক্ষাবিদদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক বক্তব্য, গান এবং আবৃত্তি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান শেষে হরিহর চক্রবর্তী বক্তব্য রাখেন। তিনি “স্বামীজী এবং ভারতের যুবসমাজ” বিষয়ের উপর আলোকপাত করে, বিবেকানন্দের শিক্ষার তরুণ প্রজন্মের উপর প্রভাবকে তুলে ধরে।

রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের দুই দিনব্যাপী যুব সম্মেলন সমাপ্ত

ছাত্রছাত্রীদের পারফরম্যান্স, মৃদুল এম. দাস এবং অধ্যাপক অত্রি দেশমুখ্যর মতো শিক্ষাবিদদের সমন্বয়ে একটি মানসিক খেলার আয়োজন করা হয়। এছাড়াও মহারাজদের সঙ্গে একটি ইন্টার‌্যাকটিভ প্রশ্নোত্তর সেশন হয়। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের প্রতিক্রিয়াগুলি এই ধরনের সম্মেলনের যুবসমাজের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। ড. রাজশ্রী পালের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Author

Spread the News