সীমান্তে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বণ্টন রামকৃষ্ণ মিশনের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জুন : এক সপ্তাহ সময় কেটে গেলে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি তেমন কোন পরিবর্তন নেই। জমাজল সহ বন্যার জলের কারনে মানুষের ভোগান্তির শেষ নেই। অতীতের সব রেকর্ডকেই যেন পিছনে ফেলে দিয়েছে এবারের দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা। মানুষের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তার মধ্যে অন্যতম করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন।

বুধবার ভারত-বাংলা সীমান্ত এলাকা সুতারকান্দি, হামিন্দপুর, কলিমা, জারাপাতা, লাইটিকি, মারেরা সহ ১৫ গ্রামে ৪৮৯ জন বানভাসিদের মধ্যে চাল ৩ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫০০ গ্রাম, সয়াবিন ৩০০ গ্রাম, লবন ১ প্যাকেট, বিস্কুট ১ প্যাকেট, সাবান ২ প্যাকেট করে তোলে দেন আশ্রমের পূর্ণপ্রজ্ঞানন্দ মহারাজ। এদিন মহারাজের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসাবে সঙ্গে থাকেন কিরণ্ময় দাস, সজল শুক্ল, সুদীপ দাস, মৃনাল দাস সহ অনেকে।

ত্রাণ বিতরণ করতে গিয়ে এদিন মহারাজ বলেন, গোটা জেলা জুড়েই এই কার্যসূচি চলবে। দুর্গত এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকরা তালিকা প্রস্তুত করার পর ত্রাণ বিতরণ করা হয়। শহরের পাশ্ববর্তীদের আশ্রমে ডেকে এবং দূরে হলে আশ্রম কর্তৃপক্ষ সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করে থাকে। মহারাজ বলেন, এখন অবধি কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলে এর কোন নির্দিষ্ট দিন বা তারিখ নেই। যতদিন অবধি পরিস্থিতি স্বাভাবিক না হয় মানুষের প্রয়োজনে আশ্রম কর্তৃপক্ষ মানুষের পাশে থাকবে।

Author

Spread the News