রাম নবমী ও বাসন্তীপূজা শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : রামনবমী ও বাসন্তী পূজা তিথিতে বরাক উপত্যকা তথা শিলচর শহরে জাকজমক পূর্ণভাবে পুজো অনুষ্ঠিত  হয়৷ ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়৷ হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা৷ আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে৷ চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত৷ শিলচর শহরের একাধিক মণ্ডপ ও বাড়িতে প্রতি বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়৷ বুধবার ছিল মহানবমি।

এদিন মণ্ডপে মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়৷ আয়োজকরা জানিয়েছেন প্রতিবছরের মত এ বছরও একাধিক পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ মহা নবমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে৷  বিভিন্ন ক্লাবেও আশ্বিন মাসের দুর্গ পুজোর পাশাপাশি চৈত্র মাসের এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ অনেকগুলো ক্লাবে মহিলাদের দ্বারা বাসন্তী পূজা পরিচালিত হচ্ছে৷ বাসন্তী পূজাকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়নি৷ নিয়ম নিষ্ঠা মতই বাসন্তী পুজো চলেছে৷

রাম নবমী ও বাসন্তীপূজা শিলচরে

এদিকে, অম্বিকাপট্টি হ্যাপি বয়েজ সর্বজনীন বাসন্তী পূজা কমিটি মহা নবমী পূজার আয়োজন বেশ আনন্দমুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। পুজো কমিটির পক্ষ থেকে এবারের পূজার আয়োজনে পুজোর তিন দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Author

Spread the News