সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসবে আলোক সজ্জায় ভেসে উঠবে রামমন্দির সহ রামচন্দ্রের প্রতিচ্ছবি

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : শুরু হল সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সেবাশ্রমের সিতাংশু মহারাজ গণেশ চতুর্থী মহোৎসব সর্বজনীন গণেশ পুজো কমিটির মণ্ডপের উদ্বোধন করেন। প্রদীপ প্রজ্জলন ও পূজার্চনার মাধ্যমে গণেশ চতুর্থী মহোৎসবের সূচনা করেন মহারাজ। এ দিন মণ্ডপ উদ্বোধনের আগে কমিটির কর্মকর্তারা কলকাতার আরজি কর মেডিক্যালের জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে সুবিচার চেয়ে বিশাল হোর্ডিঙের নিচে প্রদীপ প্রজ্জলন করে মহিলা চিকিৎসকের আত্মার সদগতি কামনা করেন।

সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসবে আলোক সজ্জায় ভেসে উঠবে রামমন্দির সহ রামচন্দ্রের প্রতিচ্ছবি

এ দিকে, গণেশ চতুর্থী মহোৎসবকে কেন্দ্র করে সোনাই রোড আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়। আলোক সজ্জায় ভেসে উঠবে অযোধ্যার রামমন্দির সহ তীরধুনক নিয়ে শ্রী রামচন্দ্রের প্রতিচ্ছবি। 

সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসবে আলোক সজ্জায় ভেসে উঠবে রামমন্দির সহ রামচন্দ্রের প্রতিচ্ছবি

কমিটির উপদেষ্টা শ্যামল বণিক জানান, প্রতিদিন অঞ্জলী প্রদান করা হবে। প্রতিদিন নৃত্য প্রতিযোগিতা ও প্রতিদিন দুপুর বেলা মহাপ্রসাদ বিতরণ। প্রতিদিন সন্ধ্যায় আরতী সহ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার প্রতিমা বিসর্জন। এ দিন উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপদেষ্টা দিলীপ পাল, সভাপতি পান্না ভৌমিক, উপসভাপতি সাধু দে, বাচ্চু পাল, বিল্টু পাল ও যিশু দে, সম্পাদক মিঠন দেব, সহ-সম্পাদক পিকু রায় ও সানি দে, কোষাধ্যক্ষ সুমন দত্ত প্রমুখ। ছবি : হিমাংশু দে।

সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসবে আলোক সজ্জায় ভেসে উঠবে রামমন্দির সহ রামচন্দ্রের প্রতিচ্ছবি
সোনাই রোডে গণেশ চতুর্থী মহোৎসবে আলোক সজ্জায় ভেসে উঠবে রামমন্দির সহ রামচন্দ্রের প্রতিচ্ছবি

Author

Spread the News