শ্রীভূমিতে নেশা মুক্ত ভারত অভিযানের প্রচার ভ্যানের সূচনা, র‍্যালি ও পথনাটিকা

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের “নেশা মুক্ত ভারত অভিযানের” অধীনে শ্রীভূমি জেলার মহিলা ও শিশু বিকাশ বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার নেশার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে এক প্রচার ভ্যানের সূচনা সহ শ্রীভূমি শহরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক সহ অন্যান্য নেশার বিরুদ্ধে গণ সচেতনতা এবং নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে বুধবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে পতাকা নেড়ে এই প্রচার ভ্যানের সূচনা করেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী।

জেলা আয়ুক্ত জানান, ১৫ থেকে ২৫ বছরের যুবারা নেশার করাল গ্রাসে পড়ার সম্ভবনা অধিক। তাই প্রতিনিয়ত সচেতনতা অভিযান জেলায় চালানো হচ্ছে এবং গণ সচেতনতার মাধ্যমেই নেশা থেকে সমাজকে মুক্ত রাখা সম্ভব বলে তিনি মত ব্যক্ত করেন। তিনি আরও বলেন, প্রতি মাসে নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পর্যায়ে কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে এবং মাদক পাচারের বিরুদ্ধে প্রতিরোধী ব্যাবস্থা অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা গড়ে তুলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

শ্রীভূমিতে নেশা মুক্ত ভারত অভিযানের প্রচার ভ্যানের সূচনা, র‍্যালি ও পথনাটিকা

এদিন জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণ থেকে অঙ্গনওয়াডি কর্মী সহায়িকা, সুপারভাইজার, পুলিশ বিভাগ, বিভাগীয় আধিকারিক ও কর্মী এবং জনগণের সহযোগে নেশার বিরুদ্ধে এক রেলি বের করা হয়। ওই র‍্যালি শ্রীভূমি শহরের মুখ্য সড়ক পরিক্রমা করে সার্কিট হাউসে এসে শেষ হয়। এতে নেশা সামগ্রী ব্যবহারের কুফল যেমন স্বাস্থ্যের অবনতি, পড়াশুনায় ব্যাঘাত, এইচ আইভি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, মানসিক অস্থিরতা, মৃত্যু, অপরাধ জনিত ঘটনায় জড়িয়ে পড়া এবং দুর্নীতির কাজে লিপ্ত হওয়ার মত ভয়াবহ দিকগুলি নিয়ে সচেতনতা চালানো হয়। এই কার্যক্রমে এডিসি নিলোৎপল পাঠক, ডিএসপি মানস প্রতিম, সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা ও পূজা ডাওলাগাপ্পু, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, ডিপিসি ঈশিতা দাস সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

শ্রীভূমিতে নেশা মুক্ত ভারত অভিযানের প্রচার ভ্যানের সূচনা, র‍্যালি ও পথনাটিকা

এদিকে, এই অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে মঙ্গলবার জেলায় সচেতনতামূলক পথ নাটিকা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার তিনটি স্থান করিমগঞ্জ সিভিল হাসপাতাল, শ্রীভূমি শহরের সন্তর বাজার এবং ভাঙ্গা বাজারে পথ নাটিকা অনুষ্ঠিত হয়। এই পথনাটিকার মূল লক্ষ্য ছিল যুবসমাজ ও স্থানীয় জনগণের কাছে পৌঁছানো, তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের অপব্যবহার, এর সমাজে প্রভাব, বন্ধুদের ওপর প্রভাব ও পারস্পরিক সম্পর্কের অবনতির বিষয়ে সচেতনতা ছড়ানো।

এছাড়াও, স্বাস্থ্য বিভাগ ও জেলা ডি-অ্যাডিকশন সেন্টার দ্বারা প্রদত্ত প্রতিরোধ, চিকিৎসা ও কাউন্সেলিং পরিষেবা সম্পর্কেও সচেতনতা ছড়ানো হয়। এই কর্মসূচির মাধ্যমে এইচআইভি/এইডস সম্পর্কেও সচেতনতা প্রদান করা হয়। শ্রীভূমির স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ে তাঁর মতামতও ব্যক্ত করেন। এই কর্মসূচিতে ৩০০-র অধিক ব্যক্তি অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এমন কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দেন।

Spread the News
error: Content is protected !!