ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজনাথ সিং
১১ জানুয়ারি : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুজনের মধ্যে দুদেশের মধ্যে প্রতিরক্ষা নিয়ে আলোচনা হয়। ভারতে আসার জন্য সুনককে আমন্ত্রণও জানান রাজনাথ সিং। ২০২১ সালে ব্রিটেনের সঙ্গে ভারতের যে চুক্তিগুলি হয়েছিল সেগুলি যাতে বাস্তব রুপ নেয় সেজন্য দুই দেশই সবধরণের কাজ করবে বলে এদিনের বৈঠকে আলোচনা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ভারত-ব্রিটেন নিজেদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে তৈরি। বিশ্বের অন্য দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও ব্রিটেনের সঙ্গে ভারতের সম্পর্ক বহুদিনের। ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, চাকরি সবেতেই প্রচুর ভারতীয়রা ব্রিটেনে দক্ষতার সঙ্গে কাজ করছে। এই সম্পর্কই আগামীদিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী দুই দেশ।
খবর : আজকাল ডট ইন।