রাজনগর-খুলিছড়ার পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেনের অকাল প্রয়াণ
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : অকালে চলে গেলেন ধলাই বিধানসভা কেন্দ্রের নয়া জিপি রাজনগর-খুলিছড়ার নব নির্বাচিত পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়া। শনিবার শেষ রাতে তাঁর মস্তিষ্কে রক্তকরণ ঘটলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩২ বছর। রাতে মস্তিষ্ক রক্তকরণ ঘটলে সঙ্গে সঙ্গে শিলচর এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকরা তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌছলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর অকাল মৃত্যুতে ভাগা অঞ্চল সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। ইমরান হোসেন তাঁর আচার ব্যবহারে এলাকার সবার মন জয় করেছিলেন। অময়িক ব্যবহারে সবার প্রিয় ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। কংগ্রেস কর্মী তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইমরান হোসেন রাজনগর-খুলিছড়া জিপির প্রথম সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। মাসদিন আগেই তিনি জিপির সভাপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তবে জিপির উন্নয়নে কোন কিছু করার আর সুযোগ পেলেন না। অকালেই বিশ্বের মায়া ছেড়ে পরপারে পাড়ি দিতে হল তাঁকে।
প্রয়াত ইমরানের জীবনের শেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ধলাইয়ের মাতৃভূমি ফুটবল কাপের অতিথি হিসেবে। শনিবার তিনি অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছিলেন এবং সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলেও দিয়েছিলেন। মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারছিলেন না মাতৃভূমি সভাপতি সিতাংশু দাস। তিনি তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।
প্রয়াত ইমরান হোসেন রেখে গেছেন মা, স্ত্রী, দুই শিশুপুত্র সহ ভাই-বোন আত্মীয়-স্বজন।