রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন শিলচর জেলা কংগ্রেসের
বরাক তরঙ্গ, ২১ মে : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর ৩৩ তম প্রয়াণ দিবস পালন করল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেস এক স্মরণসভার আয়োজন করে। সভার শুরুতে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় দলীয় নেতা কর্মীরা। এরপর সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। তাঁর অবদান গোটা ভারতবাসীর জীবনের কতখানি রয়েছে সে বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
এদিনের সভায় শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইফতেখার আলম লস্কর, মইনুল হক বড়ভূইয়া, জ্যোতিলাল দাস শিলচর ব্লক কংগ্রেসের সহ-সভাপতি আমরুল হক মজুমদার যুব কংগ্রেসের তাহির আহমেদ, মহিলা কংগ্রেসের মিনা সিং সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।