রাজাবাজার নেতাজি সুভাষ চন্দ্র আবাসিক বিদ্যালয়ে যোগ সচেতনতা অনুষ্ঠান নিরাময়ের

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কাছাড়ের রাজাবাজার শিক্ষা ব্লকের নেতাজি সুভাষ চন্দ্র আবাসিক বিদ্যালয়ে বুধবার যোগ সচেতনতা অনুষ্ঠান করল শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন। নিরাময়-এর যোগ চেতনা অভিযানের অন্তর্গত আয়োজিত হয় এই কর্মসূচি। এতে নিরাময়ের তরফে সঞ্চালক শতাক্ষী ভট্টাচার্য, তুলনা দাসপুরকায়স্থ প্রমুখ পড়ুয়াদের যোগ শিক্ষার ওপর বিভিন্ন  বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন। বুঝিয়ে দেন নিয়মিত যোগাভ্যসের গুরুত্ব। বিদ্যালয় সুপার বিশ্বজিৎ নাথ, নিরাময়ের মুখ্য সংযোজক আর চক্রবর্তী, নিরূপম দাসপুরকায়স্থ ছাড়াও শিক্ষক-অশিক্ষক কর্মী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন কর্মসূচিতে। এ দিন, বিদ্যালয় সুপার বিশ্বজিৎ নাথের হাতে নিরাময়ের  পক্ষে স্মারক, শংসাপত্র, ক্ষুদ্র পুস্তিকা “গ্লিম্পসেস অব নিরাময়”ও তুলে দেওয়া হয়। 

রাজাবাজার নেতাজি সুভাষ চন্দ্র আবাসিক বিদ্যালয়ে যোগ সচেতনতা অনুষ্ঠান নিরাময়ের

আবাসিক বিদ্যালয়ের সুপার বিশ্বজিৎ নাথ বলেন, যোগ শিক্ষা এখন খুব জরুরি। শুধুমাত্র শরীর ও মন সুস্থ রাখার মধ্যেই এখন এই শিক্ষা সীমাবদ্ধ নয়। আজকের দিনে  এটি কর্ম সংস্থানেরও অন্যতম মাধ্যম। তাই, ছোটবেলা থেকে এই শিক্ষাকে নিত্যসঙ্গী করলে পড়ুয়ারা যে অত্যন্ত লাভবান হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশে নিরাময়ের এই উদ্যোগ সময়োপযোগী বলেও উল্লেখ করেন তিনি।

রাজাবাজার নেতাজি সুভাষ চন্দ্র আবাসিক বিদ্যালয়ে যোগ সচেতনতা অনুষ্ঠান নিরাময়ের

নিরাময়ের সঞ্চালক শতাক্ষী ভট্টাচার্য প্রত্যেক পড়ুয়াকে নিয়মিত ৩০ মিনিট যোগ প্রক্রিয়া অনুশীলনের পরামর্শ দেন। শপথ বাক্য পাঠ করান। এ দিনের প্রতিটি প্রক্রিয়ার উপকার সম্পর্কেও উপস্থিত শিক্ষক-শিক্ষিকার সামনে তুলে ধরেন শতাক্ষী।

Spread the News
error: Content is protected !!