জনশতাব্দীর এক্সপ্রেস শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি রেলযাত্রী সংস্থার

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : আগরতলা ও অরুণাচল জংশনের মধ্যে বর্তমানে যে জনশতাব্দীর এক্সপ্রেস ট্রেন চলছে তা শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবিটি বিবেচনা করে দেখা হবে। বুধবার  উত্তরপূর্ব রেলযাত্রী সংস্থার সভাপতি ও রেলওয়ের জেড আরইউসিসির প্রাক্তন সদস্য হারাণ দে শিলচর ভ্রমণরত রেলওয়ের লামডিঙের ডিআরএম প্রেমরঞ্জন ‌কুমারের সঙ্গে দেখা করে একটি দাবিপত্র দিলে তিনি এই আশ্বাস দেন।
অন্যান্য দাবি গুলোর মধ্যে ছিল ধর্ম নগর ও শিলচরের মধ্যে বাতিল থাকা ট্রেন পুনরায় চালু করা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেন্ট্রি কারের ব্যবস্থা করা, শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস চালু করা এবং গুয়াহাটি ও বৈরবীর মধ্যে সরাসরি ট্রেন চালু করা ইত্যাদি।

এই আলোচনার সময় লামডিঙের সিনিয়র ডিসিএম রমেশ কুমার মাহাতো সহ রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিলচর রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এবং জামিরা ধ্বংস প্রাপ্ত রেলসেতু দেখতে মাহাতোকে নিয়ে কুমার প্রথমে শিলচর আসেন এবং পরে বিশেষ ট্রেনে করে জামিরায় যান।

জনশতাব্দীর এক্সপ্রেস শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি রেলযাত্রী সংস্থার
জনশতাব্দীর এক্সপ্রেস শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি রেলযাত্রী সংস্থার

Author

Spread the News