মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় রাহুল গান্ধীর কুশপুতুল দাহ শিলচরে
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করল কাছাড় জেলা বিজেপি।বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখোলা স্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে।পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান, রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কুটুক্তিকর মন্তব্য করেছে তা মেনে নিতে পারছেন না তারা। কারণ কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল্ড কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে। এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন। যেকোনও মুহূর্তে তাঁর জেল হতে পারে। নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন। তিনি একজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন।
রাহুল গান্ধীকে তাঁর মন্তব্য থেকে বিরত থেকে অসম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। রাজনৈতিক ভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ কাছাড় বিজেপির। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা ও দুর্বলতা উনার কুটুক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠছে বলে এদিন মন্তব্য করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত বলে জানিয়েছেন তাঁরা। যে দলের প্রদেশ সভাপতি ভারতীয় না বহিরাগত তা নিয়ে যখন মানুষ সন্দেহের আবর্তে রয়েছেন, তখন সেই দলের একজন রাষ্ট্রীয় নেতা কুটুক্তিকর মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দেওয়ার কথা বলছেন। বিগত ৬০ বছরের ইতিহাস তুলে ধরে কংগ্রেস দলকে এদিন সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা।
অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সমালোচনা করে দলের নেতা রাহুল গান্ধীকে তাঁর মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এদিন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, অমিতাভ রাই, গোপাল রায়, হেমঙ্গ শেখার দাস সহ যুবমূর্চার কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।