বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচীতে সামিল রাধামাধব কলেজ

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবসে শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী উদযাপন করা হয়। এই কর্মসূচীতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও কচিকাঁচা ছাত্র ছাত্রীরা। 

বুধবার একই সঙ্গে কলেজ চত্বরেও বৃক্ষ রোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়। স্থানীয় রবীন হুড আর্মি এনজিও-র সদস্যরা এতে সামিল ছিলেন। রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ। তিনি বলেন আমরা পৃথিবীকে ভালোবাসি এবং পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী যে সংগ্রাম চলছে সেই আন্দোলনে আমরাও নিজেদের সামিল করতে পেরে অত্যন্ত গর্বিত। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষ রোপণ কর্মসূচীতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচীতে সামিল রাধামাধব কলেজ

এদিকে, কর্মসূচি সফল করতে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কলেজ অধ‍্যক্ষ দেবাশিস রায় ও রাধামাধব নিম্ন প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী ।

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ‍্যক্ষ দেবাশিস রায়, উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী, আইকিউএসি-র দুই সহকারী কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য ও ড. স্বর্ণালী রায় চৌধুরী, মহিলা সেলের আহ্বায়ক ডঃ নবনিতা দেবনাথ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সূর্য্যসেন দেব, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নম্রতা নাথ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাহুল শরনিয়া ও সহকারী অধ্যাপক শবনম সারংশা, মণিপুরী বিভাগের বিভাগীয় প্রধান ড. সি এইচ মণিকুমার সিংহ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অরুপ পাল, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাশ, উজ্জ্বল কর্মকার ও সন্দীপ নাথ প্রমুখ। এছাড়াও রবিন হুড আর্মি এনজিও-র পক্ষ থেকে রিপন দেব, সৌরভ দাস, জয়দীপ পাল, দেবব্রত বিশ্বাস, সুমন ঘোষ ও ময়ূরী কৌণ্ড প্রমুখ এদিনের বৃক্ষ রোপণ কর্মসূচীতে যোগদান করেন। 

Author

Spread the News