একলা-র উদ্যোগে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন রাধামাধব কলেজে
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : শনিবার আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন (একলা) বরাক উপত্যকা জোনের উদ্যোগে ও রাধামাধব কলেজের সহযোগিতায় রাধামাধব কলেজ প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন ও “উন্মুক্ত অনলাইন পাঠক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ক্ষমতায়ন” শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুকুট শর্মা।
এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রিসোর্স পার্সন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স এর বিভাগীয় প্রধান ডঃ মুকুট শর্মা বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের লার্নিং ম্যানেজমেন্ট সার্ভিস, ইনফ্লিবনেট এর নোডাল অফিসার হিসাবে তিনি দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। রিসোর্স পার্সন হিসাবে আজকে রাধামাধব কলেজে আয়োজিত কর্মশালায় এসে খুব ভাল একটা অভিজ্ঞতা হয়েছে তার । তিনি বলেন কর্মশালায় অনলাইন এবং অফলাইনে যারা জয়েন করেছেন তাদেরকে কিভাবে কোর্স তৈরি করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়, কিভাবে পিডিএফ ফাইল আপলোড করা হয় এসব বিষয় আলোকপাত করেছি, আশাকরি সবাই উপকৃত হবেন। আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ও রাধামাধব কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আজকের কর্মশালা সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি এবং তিনি তারজন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী এধরণের কর্মশালা আয়োজনের জন্য আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোন এর এই উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি এই কর্মশালার স্থান হিসাবে রাধামাধব কলেজকে বেছে নেওয়ার জন্য তিনি তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান। বর্তমান ডিজিটাল জমানায় এধরণের কর্মশালার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী। আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন আসাম রাজ্যিক উপ-সভানেত্রী তথা রাধামাধব কলেজের লাইব্রেরিয়ান ড. সোনালি চৌধুরী বলেন, আজকের এই কর্মশালায় অনলাইনে ৮০ জন এবং অফলাইনে ২০ জন পার্টিসিপেন্টস যোগ দেন। আজকের এই অনলাইন কর্মশালায় অনেক শিক্ষকও অংশগ্রহণ করেছেন, আশাকরি এই কর্মশালা থেকে উপকৃত হবেন অনেকেই বলে মন্তব্য করেন তিনি।

শুরুতে লাইব্রেরি সাইন্সের জনক পদ্মশ্রী ডঃ এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। লাইব্রেরি সাইন্সে ডঃ এস আর রঙ্গনাথনের অসামান্য অবদানের কথা তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিলচর মহিলা কলেজের লাইব্রেরিয়ান ড. সরিতা ভট্টাচার্য, কাছাড় কলেজের লাইব্রেরিয়ান ড. দিপশিখা সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্যোন্নীত গুরুচরণ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ড. সেহানারা বেগম চৌধুরী।
ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বড়খলা মডেল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান তথা আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি জোনের কো-অর্ডিনেটর ডঃ রাজেশ চুতিয়া। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, ড. সন্তোষ বরা, ড. সূর্য্যসেন দেব, ড. রুমা নাথ চৌধুরী, ড. নবনিতা দেবনাথ, ড. স্বর্ণালী রায় চৌধুরী, শবনম সারংশা, অর্চিস্মিতা রায়, কাছাড় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিতু দেবনাথ, কাবুগঞ্জ জনতা কলেজের লাইব্রেরিয়ান প্রদীপ সিংহ, সোনাই মাধব চন্দ্র দাস কলেজের লাইব্রেরিয়ান মিহির কান্তি নাথ, পিডিইউএএম এরালিগুল কলেজের লাইব্রেরিয়ান অমিত কুমার দেব প্রমুখ।