রাধামাধব কলেজের প্রাক্তনী সংস্থার কার্যালয় উদ্বোধন, ছাত্রী সীমাকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : রাধামাধব কলেজের প্রাক্তনীদের কার্যালয় উদ্বোধন করা হল। কলেজ কর্তৃপক্ষ প্রাক্তনীদের জন্য একটি কার্যালয় প্রদান করে। রবিবার প্রাক্তনীদের বিশেষ অনুষ্ঠানে কার্যালয়ের উদ্বোধন করেন অধ্যক্ষ দেবাশিস রায়। প্রাক্তনী সংস্থা সরকারি স্বীকৃতি পাওয়ার পর কলেজের তরফে কার্যালয়ের জন্য কক্ষটি উপহার দেওয়া হয়।

সংস্থাকে ১০ লক্ষ টাকা অনুদানের আশ্বাস দীপায়নের___

এ দিন অনুষ্ঠানে প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম বলেন, তারা কলেজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা বহুদিন ধরেই কলেজের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। তবে সম্প্রতি আমাদের সংস্থার রেজিস্ট্রেশন হয়েছে এবং একটা অত্যন্ত আনন্দের বিষয়। কলেজের তরফে আমাদের একটা বিশেষ কার্যালয়ে বানিয়ে দেওয়া হয়েছে।

রাধামাধব কলেজের প্রাক্তনী সংস্থার কার্যালয় উদ্বোধন, ছাত্রী সীমাকে সংবর্ধনা

প্রাক্তনী সংস্থার সঙ্গে কলেজের আইকিউএফসির সদস্যরাও এই দিন অনুষ্ঠানে যোগ দেন। তারা বলেন, ‘একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত করতে প্রাক্তন ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, কলেজের প্রাক্তনীদের মধ্যে রয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও। বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে তিনি গুয়াহাটিতে রয়েছেন তবে সেখান থেকে ভিডিওর মাধ্যমে এক বার্তা দিয়েছেন বিধায়ক। এছাড়া প্রাক্তনী সংস্থার কাজের সুবিধার্থে ১০ লক্ষ টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে পূর্ব সূচি অনুযায়ী একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল। কলেজের ছাত্রী সীমা বাগদি সম্প্রতি সাময়িক প্রসঙ্গ মহিলা ফুটবল প্রতিযোগিতায় দুর্দান্ত প্রদর্শন করায় তাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।

Author

Spread the News