রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভা ও ফুটবলার সীমা বাগদির সংবর্ধনা অনুষ্ঠান রবিবার

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভা আগামী ১১ ফেব্রুয়ারি রবিবার কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে।  সভায় রাধামাধব কলেজের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ের উপর আলোকপাত করা হবে। বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে রাধামাধব কলেজ আইকিউএসি ও কলেজের প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোনালি চৌধুরী।

এদিনের সাংবাদিক সম্মেলনে জানানো হয় শিলচরের ঐতিহ্যবাহী রাধামাধব কলেজের প্রাক্তনী সংস্থা ও কলেজ আইকিউএসি-র বিশেষ উদ্যোগে কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগের ছাত্রী তথা প্রতিভাবান মহিলা ফুটবলার সীমা বাগদিকে সংবর্ধনা দেওয়া হবে। কলেজের আইকিউএসি- র আহ্বায়ক তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সোনালী চৌধুরী বলেন, রাধামাধব কলেজের প্রাক্তনীদের নিয়ে নিয়মিত আলোচনা সভা করার প্রয়োজন রয়েছে কলেজের উন্নতির জন্য। তিনি জানান কলেজের একটি কক্ষ প্রাক্তনী ছাত্রদের স্থায়ী অফিস হিসেবে ব্যবহারের জন্য প্রদান করা হয়েছে যা আগামী ১১ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। আইকিউএসি-র সহকারী আহ্বায়ক অরুনাভ ভট্টাচার্য বলেন, প্রাক্তনী ছাত্রছাত্রীদের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। শিক্ষা ও খেলার উন্নয়নের ক্ষেত্রে তাদের প্রয়োজনীয়তা রয়়েছে বলে মত ব্যক্ত করেন। কলেজের প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম বলেন, ১১ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ টা থেকে কলেজে আইকিউএসি ও প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে এই কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সম্প্রতি সাময়িক প্রসঙ্গ কাপ প্রাইজমানি মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা গোল দাতা তথা সেরা স্ট্রাইকার হিসাবে নির্বাচিত হয়েছে সেই প্রতিভাবান মহিলা ফুটবলার সীমা বাগদিকে সম্বর্ধনা দেওয়া হবে। কলেজের বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সাল থেকে প্রাক্তনীদের সংস্থাটির প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু যোগাযোগের অভাবে সঠিকভাবে সংস্থাটির পরিচালনা হয়নি। কিন্তু আগামী দিনে কলেজের উন্নতির স্বার্থে প্রাক্তনীদের এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইকিউএসি-র সহকারী আহ্বায়ক স্বর্ণালী রায় চৌধুরী, প্রাক্তনী সংস্থার সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, কমলেশ দাস প্রমুখ‍।

Author

Spread the News