শ্রীভূমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পালন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে শম্ভুসাগর পার্কস্থিত কবিমূর্তির পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করে গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শুক্রবার সকালে অনুষ্ঠানের শুরুতে শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব ও উপপুরপতি সুখেন্দু দাস পুষ্পার্ঘ্য নিবেদন করেন। গীতবিতান সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মাল্যদান করেন বিষ্ণুপদ নাগ, সত্যব্রত চক্রবর্তী, মধুমিতা তরাত, চন্দ্রিমা তরাত, সুরজ চক্রবর্তী ভূমিকা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য ও মাল্যদান অর্পণ করেন সীমা দাস, সুর মন্দির সাংস্কৃতিক কলাকেন্দ্রের পক্ষ থেকে অভিক্ষিত চক্রবর্তী, দেবযানী চৌধুরী, নৃত্যকলাক্ষেত্রের পক্ষ থেকে জয়শ্রী দেব পুষ্পার্ঘ্য ও মাল্যদান অর্পণ করেন। প্রেস ক্লাব শ্রীভূমি, খুশি স্মৃতি সংস্থা, বরাক আওয়াজের কর্মকর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অর্পন আইনজীবী পিকলু দাসও।
পরবর্তীতে কবিকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। গীতবিতানের শিল্পীবৃন্দরা” আজ জ্যোৎস্না রাতে” সঙ্গীত পরিবেশন করেন। সুরমন্দির সাংস্কৃতিক কলাকেন্দ্রের শিল্পীবৃন্দরা “তুমি রবে নীরবে,” “দাঁড়িয়ে আছো তুমি আমার” দু’টি সঙ্গীত পরিবেশন করেন। শিল্পী জয়শ্রী দেব কবিকে শ্রদ্ধা নিবেদন করে একটি সঙ্গীত পরিবেশন করেন “আমারো পরানো যাহা চায়”। শিল্পীদের তবলায় সহযোগীতা করেন সুরজ চক্রবর্তী ও মন্দিরায় বিষ্ণুপদ নাগ।