সোনাই কলেজে রবীন্দ্র জয়ন্তী পালন

বরাক তরঙ্গ, ৮ মে : বাংলা বিভাগের ব্যবস্থাপনায় ও আইকিউএসি’র সহযোগিতায় সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্করের পৌরোহিত্যে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যথযোগ্য মর্যাদায় পালিত হয় নন্দিত কবি রবি ঠাকুরের জন্ম জয়ন্তী।

প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুয়াৎ করেন কলেজ অধ্যক্ষ ড. লস্কর। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মনসুর আহমেদ বড়ভূইয়া, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রিয়া ও শ্রাবণী শর্মা। কবি প্রণামে নৃত্য করেন দিপিকা দাস। অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। নাচ, গান, আবৃত্তি, বক্তৃতায় অনুষ্ঠান এক ভিন্ন মাত্রা পায়। কলেজ অধ্যক্ষ ড. লস্কর বক্তৃতা সহ ‘ভারততীর্থ’ কবিতা আবৃত্তি করে সবাইকে চমকে দেন।

সোনাই কলেজে রবীন্দ্র জয়ন্তী পালন

দর্শন বিভাগের প্রধান অধ্যাপিকা মিনারা চৌধুরী রবীন্দ্রনাথের দর্শন ভাবনার আলোকে ‘মানুষের ধর্ম’ গ্রন্থের প্রেক্ষাপটে রবীন্দ্রভাবনার সূচকগুলো বিস্তারিত তুলে ধরেন। বাণিজ্য বিভাগের প্রধান ড. নবেন্দু বণিক এ ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা যে আজো প্রাসঙ্গিক সে কথা তুলে ধরেন। কবিতা আবৃত্তি করেন অধ্যাপক মনসুর আহমেদ বড়ভূইয়া ও অশিক্ষক কর্মচারী মান্না দাস।

এ দিনের নানা কার্যসুচিতে  ছাত্রছাত্রীরা যোগদান করেন  যথাক্রমে মাহাজ আহমেদ লস্কর, আলপনা রাণী দাস, রিয়া দাস, তামান্না আক্তার, কণিকা দে, ইয়াসমিন লস্কর, ডলি দাস, এলিনা সিংহ, ইস্মিতা সিংহ, দিয়াশ্রী দাস, বিথিকা দাস, দেবশ্রী দাস, দিপিকা দাস, রিমি বড়ভূইয়া সহ আরো অনেকে। এ দিনের বিশেষ আকর্ষণ ছিলো অধ্যাপিকাদের সমবেত সংগীত। সঙ্গীতে অংশগ্রহন করেন ড. মঙ্গলা লাইস্রাম, ড. মিঠু দোসাদ, অধ্যাপিকা মিনারা চৌধুরী, ড. হামিদা খাতুন ও বৈশালী নাথ। এ দিনের গোটা অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড. হামিদা খাতুন।

Author

Spread the News