অল্পদিনে বিশাল সম্পত্তি অভজ্যোতির, বিভিন্ন মহলে প্রশ্ন

বরাক তরঙ্গ, ২৫ মে : এসআই জোনমণি রাভার রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়া পুলিশ অফিসার অভজ্যোতি রাভা তার কর্মজীবনের খুব অল্প সময়ের মধ্যে বিশাল সম্পদের পাহাড় গড়েছেন। বকো ডেকাপাড়ার বাসিন্দা, বিতর্কিত অভজ্যোতি রাভা, তার ক্যারিয়ারের তিন বছরেরও কম সময়ে বিশাল সম্পত্তি গড়ে তুলেছেন। মির্জাপুরের বোকো বান্দাপাড়া, ডাকুয়াপাড়া ও রানিতে কোটি টাকার জমি কিনেছেন। আর ক্রয় করা জমিতেই গড়ে তুলছে বিশাল ভবন। বকো ডাকুয়াপাড়ায় প্রতিবেশীদের জমি অবৈধ দখলের তথ্যের অনেক সূত্রও রয়েছে। প্রতিবেশীরা বিনাদ্বিধায় বিষয়টি স্বীকার করেছেন।  অভজ্যোতি, যিনি তার সহকর্মীকে মৃত্যুর দ্বারপ্রান্তে রেখেছিলেন, তার বিরুদ্ধে বকোতে সাধারণ পরিবারগুলিকে হয়রানির অভিযোগ রয়েছে ৷ অভজ্যোতির বিরুদ্ধে বিশাল ভবন নির্মাণের জন্য দরিদ্র পরিবারের বেড়া ভাঙার অভিযোগ রয়েছে। দিবালোকে নয়, মাঝরাতে বকোতে এলো অভজ্যোতি!  অভজ্যোতির সঙ্গে ছিল বোকো পুলিশ।

পরিবারের মতে, অভিজ্যোতি রাভা ১২ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। মিডিয়া ভুল রিপোর্ট করছে তিন বছর বলে। ২০১০  মার্চ মাস থেকে সিআইএসএফ-এ কাজ করার পর তিনি জুলাই ২০১৭ সালে অসম পুলিশে যোগদান করেন। বাবার মৃত্যুর পর মায়ের নামে জমি কিনে নেন। এখন সবার কৌতূহল, সাধারণ পরিবারের যুবক অভিজ্যোতি কি সত্যিই নিষিদ্ধ শিল্প সাম্রাজ্যে জড়িত?

Author

Spread the News