প্রশ্নপত্র ফাঁস : কাছাড় ও হাইলাকান্দির তিনটি স্কুলের বিরুদ্ধে মামলা

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় কাছাড়ের দু’টি স্কুল সহ রাজ্যের মোট ১৫টি স্কুলের অনুমোদন বাতিল করা হয়েছে। রবিবার কাছাড়ের এই দু’টি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থালায় দায়ের করা হয়েছে এজাহার। দায়ের করেছেন জেলার স্কুল সময়ের পরিদর্শক গনেশ হরিজন। বেসরকারি স্কুল দুটি হল শিলচর সোনাই রোডের প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল ও লক্ষীপুর ফুলেরতল এলাকার এডিদ ডাগলাস উচ্চমাধ্যমিক স্কুল। স্কুল পরিদর্শক এজাহার দায়ের করেছেন শিলচর সদর থানায়। পুলিশ সূত্রে জানা গেছে এডিদ ডাগলাস স্কুলের বিরুদ্ধে মামলা স্থানান্তরিত হবে লক্ষীপুর থানায়।

এদিকে, শহরের প্রজেক্ট-ই রোডের (উকিলপট্টি) অবস্থিত হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আব্দুল হাসান বড়ভূইয়া পলাতক বলে জানা গেছে। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বেসরকারি স্কুলের নাম জড়িয়ে পড়ার পরই স্কুলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের নির্দেশে জেলার “লিড কলেজ” শ্রীকিষান সারদা কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার হাইলাকান্দি সদর থানায় একটি এফআইআর দায়ের করেন। মামলা হাতে পাওয়ার পর শনিবার পুলিশ হাইলাকান্দি সায়েন্স সিনিয়র সেকেন্ডারি স্কুলে অভিযান চালায়।

প্রশ্নপত্র ফাঁস : কাছাড় ও হাইলাকান্দির তিনটি স্কুলের বিরুদ্ধে মামলা

তবে চলতি ২০২৫ সালে  বোর্ড পরিচালিত একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষায় বসতে এই আদেশে কোন বাধা থাকবে না।

প্রশ্নপত্র ফাঁস : কাছাড় ও হাইলাকান্দির তিনটি স্কুলের বিরুদ্ধে মামলা
Spread the News
error: Content is protected !!