প্রশ্নপত্র ফাঁস : কাছাড়ের প্রেসিডেন্সি সিনিয়র ও এডিদ ডগ্লাস সহ রাজ্যের ১৫টি স্কুলের বিরুদ্ধে ফরমান

বরাক তরঙ্গ, ২২ মার্চ : উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ‘গণিত’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাছাড় জেলার দু’টি স্কুল সহ রাজ্যের দশটি জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কড়া ব্যবস্থা নিল অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড,ডিভিশন-টু। শনিবার স্কুল গুলোর বিরুদ্ধে কড়া ফরমান জারি করেছে সংশ্লিষ্ট বিভাগ। কাছাড়ের দু’টি স্কুল হল প্রেসিডেন্সি সিনিওর সেকেন্ডারি স্কুল ও এডিদ ডগলাস উচ্চমাধ্যমিক স্কুল। বোর্ড সচিব এক আদেশ জারি করে বলেছেন, সংশ্লিষ্ট  জেলাগুলির স্কুল সমূহের পরিদর্শক এবং লিড কলেজ অধ্যক্ষের প্রতিবেদনে পরিষ্কার হয়ে গেছে স্কুলগুলি  নির্ধারিত দিন ও সময়ের আগে গণিত বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে নেয়। এতে প্রমাণিত হয় এই প্রতিষ্ঠানগুলি নির্ধারিত প্রক্রিয়া ভঙ্গ করেছে। এরই প্রেক্ষিতে বোর্ড সংশ্লিষ্ট জেলার স্কুল সমূহের পরিদর্শকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অতিসত্বর পুলিশে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।

এদিকে, পুলিশি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্কুলগুলির অনুমোদন বাতিল করা হয়েছে একই আদেশে। এই সময়সীমার মধ্যে  স্কুলগুলি একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কোন ছাত্রভর্তি দিতে পারবে না। তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২০২৫ সালে  একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা পড়াশুনা চালিয়ে যেতে পারবে।

প্রশ্নপত্র ফাঁস : কাছাড়ের প্রেসিডেন্সি সিনিয়র ও এডিদ ডগ্লাস সহ রাজ্যের ১৫টি স্কুলের বিরুদ্ধে ফরমান

উল্লেখ্য, কাছাড় জেলার দুই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও হাইলাকান্দি জেলার হাইলাকান্দি সায়েন্স সিনিওর সেকেন্ডারি স্কুল, বরপেটা জেলার আজাদ আঞ্চলিক জাতীয় বিদ্যালয়, বজালির বজালি অ্য়াকাডেমি অব এক্সিলেন্স সিনিওর সেকেন্ডারি, ধেমাজির সিনিওর সেকেন্ডারি  স্কুল, সুবিদ্যা আরইএম এইসএস স্কুল, পশ্চিম জোনাই সিনিওর সেকেন্ডারি স্কুল, কামরূপ মেট্রোর ড. ভবেন্দ্রনাথ শইকিয়া সিনিওর সেকেন্ডারি স্কুল, লখিমপুর বঙালমারা অ্যাকাডেমি সিনিওর সেকেন্ডারি স্কুল, মাজুলির বিবেকানন্দ বিদ্যালয়, নগাঁওর বোগারিগুরি অ্য়াডভান্স অ্য়াকাডেমি সিনিওর সেকেন্ডারি স্কুল, আলফা বেটা সিনিওর সেকেন্ডারি  স্কুল ও এসএএস ইন্টারন্যাশনাল মডেল স্কুল এবং নলবাড়ির অ্যাম্বিসিয়াস সিনিওর সেকেন্ডারি স্কুল।

প্রশ্নপত্র ফাঁস : কাছাড়ের প্রেসিডেন্সি সিনিয়র ও এডিদ ডগ্লাস সহ রাজ্যের ১৫টি স্কুলের বিরুদ্ধে ফরমান
প্রশ্নপত্র ফাঁস : কাছাড়ের প্রেসিডেন্সি সিনিয়র ও এডিদ ডগ্লাস সহ রাজ্যের ১৫টি স্কুলের বিরুদ্ধে ফরমান

Author

Spread the News