পার্ক থেকে উদ্ধার কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ
২৩ মার্চ : কিশোর-কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। রাজধানী দিল্লির ঘটনা। দিল্লি পুলিশ জানিয়েছে, হৌজ খাস এলাকার একটি পার্ক থেকে এসজে এনক্লেভ থানার পুলিশ ১৭ বছর বয়সী ওই নাবালক-নাবালিকার দেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক অনুমান, ওই দু’জন আত্মহত্যা করেছেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই পার্কে কর্মরত ৩৫ বছর বয়সী এক নিরাপত্তা কর্মী রবিবার সকাল ৬টা ৩০ নাগাদ ফোন করে ঘটনার কথা জানান। দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সকাল ৬টা ৩১ মিনিটে দিল্লির হৌজ খাস ডিস্ট্রিক্ট পার্কের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ৩৫ বছর বয়সী বলজিৎ সিং একটি পিসিআর কল করেন। তিনি বলেন, একটি ছেলে ও একটি মেয়ে গাছের ডালে ঝুলছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশের বিবৃতিতে বলা হয়, ফোন পেয়ে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, কালো টি-শার্ট ও নীল জিন্স পরা ১৭ বছর বয়সী একটি ছেলে এবং সবুজ পোশাক পরা একটি মেয়ে গাছের ডালে সাধারণ নাইলনের দড়ি থেকে ঝুলছে।
