শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : শ্রীভূমির জেলা আয়ুক্ত ২৮ ডিসেম্বর, শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে শ্রীভূমি জেলার ২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। শ্রীভূমি জেলার ১ থেকে ১৬ নম্বর জেলা পরিষদ চক্রের আওতাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত নির্বাচকদের অবগতির জন্য জানানো হয়েছে যে, ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক ২০২৪ সালের আসাম বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে ২০২৫ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ওই তালিকা ২৮ ডিসেম্বর তারিখে চুড়ান্তভাবে রাজ্য নির্বাচন কমিশনের OERMS ওয়েবসাইট https://ermssec.assam.gov.in এ প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য https://ermssec.assam.gov.in পোর্টালে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করতে হবে। তারপর জেলা পরিষদ কেন্দ্রের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ওয়ার্ডের নাম এবং ভোট কেন্দ্রের নাম বাছাই করে ডাউনলোড বোতামে ক্লিক করতে হবে। পাশাপাশি এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করে এপিক নম্বর অন্তর্ভুক্ত করে সন্ধান বোতামটি ক্লিক করলে ভোটার তালিকায় নাম বেরিয়ে আসবে। উল্লেখ্য শ্রীভূমি জেলায় জেলা পরিষদ রয়েছে ১৬টি, গ্রাম পঞ্চায়েত ৯৫টি, আঞ্চলিক পঞ্চায়েত ৭টি এবং ওয়ার্ডের সংখ্যা হচ্ছে ৯৫০টি। পাশাপাশি, পঞ্চায়েতের ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৮৬৫১৪৩ যার মধ্যে ৪৪০৫২৪ জন পুরুষ, ৪২৪৬০০ জন মহিলা এবং ১৯ জন অন্যান্য ভোটার রয়েছেন।

এ দিকে,  হাইলাকান্দি জেলায় ২০২৫ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার জেলা আয়ুক্ত  হাইলাকান্দিতে ১৯৯৫ সালের আসাম পঞ্চায়েত (গঠন)  বিধির ১২ (২)  ধারা অনুসারে এক বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশ করেন। এই তালিকার কপি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং জেলা ওয়েবসাইটে দেখা যাবে। ওয়েবসাইটের লিংকগুলি হল  https://sec.assam.gov.in/ https://ermssec.assam.gov.in
https://hailakandi.assam.gov.in/latest
প্রকাশিত তালিকায় জেলায় মোট ভোটার রয়েছেন ৪ লক্ষ ৪৮ হাজার ৪৫৬ জন। এর মধ্যে পুরুষ  ভোটার রয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৭০৫ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৭৪২ জন। এছাড়া জেলায় নয় জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। জেলায় মোট ৬ ৯৬ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ৬২টি গ্রাম পঞ্চায়েতে ৬২০ টি ওয়ার্ড রয়েছে। প্রকাশিত তালিকা অনুসারে জেলা পরিষদের মোট আটটি আসন  এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত রয়েছে।

শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা পঞ্চায়েত নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Author

Spread the News