করিমগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি স্কুল ২২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ জুন : করিমগঞ্জের জেলাশাসক বৃহস্পতিবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ জুন পর্যন্ত  ছুটি ঘোষণা করেছেন। আদেশে বলা হয়েছে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এবং বৃষ্টির জলে জেলার বেশী সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে ২২ জুন পর্যন্ত করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত সুচি অনুসারে কোন পরীক্ষা যদি  অনুষ্ঠিত হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ জুন তারিখে জেলাশাসক এক আদেশ জারি করে ১৯ ও ২০ জুন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছিলেন, কিন্তু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এর সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

Author

Spread the News