ভুবন তীর্থযাত্রীদের সুবিধার্থে শৌচালয় ও পানীয়জলের ব্যবস্থা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের

বরাক তরঙ্গ, ৯ মার্চ : ভুবন তীর্থযাত্রীদের সুবিধার্থে শৌচালয় ও পানীয়জলের ব্যবস্থা নিয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। বিভাগের শিলচর সংমণ্ডল-২ এর উদ্যোগ মহা শিবরাত্রি উপলক্ষে ভুবনতীর্থে আসা শ্রদ্ধালুদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানীয়জল ও শৌচালয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুবন পাহাড়ের চুড়ায় অনুষ্ঠিত ভুবনমেলা পাশে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক শৌচালয় ও পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া পাহাড়ে পাদদেশে থাকা কৃষ্ণপুর চরণ মন্দির সংলগ্ন স্থানে ও মতিনগর রাস্তার দশাবতার মন্দিরের পাশে শৌচালয় ও পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার রাখতে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে বিভাগের শিলচর সংমণ্ডল -২ এর কনিষ্ঠ বাস্তুকার প্রজেশ দাস একথা জানিয়ে বলেন, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রতিবছর ভুবনতীর্থ যাত্রীদের সুবিধার্থে এই ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। যার ব্যতিক্রম এবারও হয়নি।

Author

Spread the News