বাম ছাত্র সংগঠনের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে শ্রীভূমিতে বিক্ষোভ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : পশ্চিমবঙ্গের পুলিশ ও তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা প্রতিবাদী ছাত্রদের উপর সংঘটিত বর্বরোচিত হামলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ও শিক্ষামূলক পরিবেশ বহাল রাখার দাবিতে এআইডিএসও’র সেন্ট্রাল কাউন্সিলের আহ্বানে মঙ্গলবার দেশব্যাপী “ছাত্র সংকল্প দিবস” পালন করা হয়। তারই অংশ হিসেবে শ্রীভূমির রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল, জেলা কমিটির অন্যতম সদস্য জয়দীপ দাস সহ অন্যান্য কর্মীরা। এআইডিএসও’র সেন্ট্রাল কাউন্সিলের সহ-সভাপতি হিল্লোল ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনার বিরুদ্ধে এবং রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবিতে গতকাল সংগঠনের পক্ষ থেকে ছাত্র ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়।

বাম ছাত্র সংগঠনের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে শ্রীভূমিতে বিক্ষোভ

এই ধর্মঘটে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা, তাদের ছাত্র সংগঠন টিএমসিপি এবং পুলিশ যৌথভাবে ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ চালায়। এতে ৩৫ জন ছাত্র আহত হন, যার মধ্যে ১৩ জন গুরুতরভাবে জখম হন। পাশাপাশি, পুলিশ অন্যায়ভাবে সংগঠনের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

বাম ছাত্র সংগঠনের উপর তৃণমূলের হামলার প্রতিবাদে শ্রীভূমিতে বিক্ষোভ

এছাড়া, গতকাল সন্ধ্যায় এবিভিপি-এর পক্ষ থেকে উক্ত ঘটনার নিন্দা জানানোর বিপরীতে এআইডিএসও সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

Author

Spread the News