কাটলিছড়ার ইংলাইপারে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না করায় বিক্ষোভ

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : ভয়াবহ নদী ভাঙ্গনের কবলে পড়েছেন কাটলিছড়ার ধলাই মলাই জিপির ইংলাইপার এলাকার কয়েকশত পরিবার। দীর্ঘ দুই বছর থেকে নদীর করাল গ্রাস এবার আগ্রাসী রূপ ধারণ করছে। যে কোন সময় নদী ভাঙ্গনের মুখে তলিয়ে যেতে পারে শত শত পরিবার। দুই বছর ধরে ভাঙ্গনের রূপ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করলে রাজ্যের জলসম্পদ বিভাগ কিন্তু ভাতঘুমে। রাজ্যে নদী ভাঙনের কবলে লক্ষ লক্ষ পরিবার। ঠিক সেই ভাবে প্রায় জেলায়ও স্থানে স্থানে নদীর করাল গ্রাসে বহু পরিবারের ভিটেমাটি সব তলিয়ে গেছে নদীতে এবং বর্তমানে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে যে ভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে এতে আরও হাজার হাজার পরিবার ধ্বংসের মুখে পড়বেন। অথচ জেলা প্রশাসন জলসম্পদ বিভাগ, বিভাগীয় মন্ত্রী সবাই ভাতঘুমে। এক অনিশ্চয়তা এবং আতংকের মধ্যে দিনযাপন করতে হচ্ছে এসব পরিবারগুলোকে। কখন যে তলিয়ে যাবে সব কিছু তার কোন সঠিক হিসেব নেই। এমন অবস্থায় মানুষের ক্ষোভ বাড়ছে। আজ কাটলিছড়ার ইংলাইপারে নদী ভাঙ্গনস্থলে স্থানীয় জনগণকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিডিএসএফ। তারা বিভাগীয় কর্তৃপক্ষ,মন্ত্রী পীযূষ হাজারিকার নামে মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলে।

বিক্ষোভ প্রদর্শন শেষে বিডিএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আহাদ লস্কর বলেন, ধলাই মলাই জিপির ইংলাইপার গ্রামের মানুষ দীর্ঘ দুই বছর থেকে নদী ভাঙ্গনের কবলে পড়লে জল সম্পদ বিভাগ থেকে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ না করায় ধীরে ধীরে ভাঙন ভয়াবহ রূপ ধারণ করছে। বার কয়েক স্থানীয় জনগণের তরফে এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে জানানো হলে কেউ এগিয়ে আসেনি। এই অবস্থায় বিডিএসের তরফে হুঁশিয়ারী দিয়ে বলা হয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে নদী ভাঙন প্রতিরোধে যদি হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জল সম্পদ বিভাগ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে স্থানীয় জনগণ নিয়ে ভাঙন স্থলে  আমরণ অনশনে বসবে বিডিএসএফ। তারা এব্যাপারে শীঘ্রই পদেক্ষেপ গ্রহণ করতে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

কাটলিছড়ার ইংলাইপারে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না করায় বিক্ষোভ
কাটলিছড়ার ইংলাইপারে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না করায় বিক্ষোভ

Author

Spread the News