কাটিগড়া ধলছড়ায় পানীয়জলের হাহাকার, ক্ষুব্ধ জনতার প্রতিবাদ

এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : কাটিগড়া ও বড়খলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানীয়জলের হাহাকার। আবার বহু গ্রামে অঞ্চলে জল প্রকল্প থাকা সত্ত্বেও ভাগ্য জুটেছে না বিশুদ্ধ পানীয়জল। বর্ষাকাল যেমন তেমন, শুকনোর মরশুমে খাল বিল নদী নালার জল শুকিয়ে যায়। আর এতেই একমাত্র উপায় থাকে হারাং নদীর জল। কিন্তু হারাং নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের কারণে গোটা নদীর জল ঘোলা হয়ে যায়। আর এতেই গোটা এলাকায় বিশুদ্ধ পানীয়জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে।

রবিবার কাটিগড়ার ধলছড়ার ৫, ৬ ও ৭ নম্বর গ্রুপের শতাধিক পুরুষ মহিলারা হাতে হাতে কলসি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। জনস্বাস্থ্য কারাগরি হায় হায়, বিভাগীয় কর্তপক্ষ হায় হায়, বিধায়ক খলিল উদ্দিন মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। তাঁদের অভিযোগ, নদীর একপাশে পানীয়জল প্রকল্প, অন্যপাশে রয়েছে জলের ট্যাঙ্ক। আর এতেই তারা আরো বিপাকে পড়েছেন।  বিশুদ্ধ পানীয় জলের দাবি জানিয়ে বিভাগীয় কর্তপক্ষ সহ বিধায়ক খলিল উদ্দিনের দারস্ত হলেও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি। তাদের অভিযোগ, শত শত পরিবারের মানুষ, নদীর অপরিশোধিত জল পান করতে হচ্ছে। এমতাবস্থায় তাদের দিকে কেউ কর্ণপাত করেননি।

Spread the News
error: Content is protected !!