দক্ষিণ কৃষ্ণপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে সরব

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : নদীর জল কমতেই অবৈধভাবে বালু পাচার বা বিক্রি করা শুরু হয়েছে বরাকের বিভিন্ন স্থানে। একইভাবে শুরু শিলচর সদর রেঞ্জ অফিসের অধীনে দক্ষিণ কৃষ্ণপুরেও। স্থানীয় যুবক জায়েদ মজুমদার জেলা কমিশনারের কাছে এক অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের পর কোন ব্যবস্থা না নেওয়ায় বুধবার সাংবাদিকদের ডেকে সরেজমিনে নিয়ে গেলেন। দেখা যায় বালু উত্তলোনের ব্যবস্থা রয়েছে তবে এ দিন বরাক নদী তীরে কাউকে দেখা যায়নি। জায়েদ মজুমদার সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ, রাস্তা ও বসতবাড়ি। ইঅ্যান্ডডির পিচ সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি এও বলেন, সড়কের পাশে একটি এলপি স্কুল, এম বেণী মাধব এমই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তাই অধিক লরি চলাচলে দুর্ঘটনার আতঙ্ক তাড়া করছে স্থানীয়দের মধ্যে। এই বিষয়ে গত সোমবার কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের কাছে অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী এ কথাও জানান মজুমদার। তিনি বলেন, সরকারিভাবে বালু তোলার কোন অনুমোদন নেই এবং বালু উত্তোলনের কোনও অনুমতি না থাকলেও প্রভাবশালী মহল সংশ্লিষ্টদের ম্যানেজ করে সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবাধে বালু উত্তোলন এবং রমরমা বাণিজ্য করে যাচ্ছে।

দক্ষিণ কৃষ্ণপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে সরব
Spread the News
error: Content is protected !!