বাংলাদেশে হিন্দু নির্যাতন, শিলচরে মুখে কালো মাস্ক পরিদান করে প্রতিবাদ

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংগঠনের সহ শিলচরের জনগণ ও ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজিরা মুখে কালো মাস্ক পরিদান করে প্রতিবাদ করেন। শুক্রবার এই প্রতিবাদ জানান তাঁরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রমের স্বামীজি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফৎ ভারতের প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাই কমান্ডের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। ছাত্র আন্দোলনে নামে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং যারা বাংলাদেশের সরকারের চাকরি করছেন তাঁরাও নিরাপদ নয় বলে জানিয়েছেন তাঁরা।

তাঁরা আরও বলেন, কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ-মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।লাগাতার একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সঙ্কটের মুখে এসে দাঁড়িয়েছে।

বাংলাদেশে হিন্দু নির্যাতন, শিলচরে মুখে কালো মাস্ক পরিদান করে প্রতিবাদ

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের হিন্দু নির্যাতন দমন করার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। তাঁদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশে হিন্দু নির্যাতন, শিলচরে মুখে কালো মাস্ক পরিদান করে প্রতিবাদ

Author

Spread the News