সম্পত্তি : মাকে ঘরে আটকে রেখে সহোদরকে হত্যা, আটক

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : কামরূপের হাজোর ভেলামারিতে রাতে সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। সম্পত্তির কারণেই সহোদরকে বড় ভাই হত্যা করেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে।

জানা গেছে, মাকে একটি ঘরে আটকে রেখে বড় ভাই ছোট ভাইয়ের হত্যাকাণ্ড সংঘটিত করে।

অভিযোগ অনুযায়ী, বড় ভাই মৃদুল কলিতা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছোট ভাই রূপম কলিতার প্রাণ কেড়ে নেয়। ইতিমধ্যে ঘটনাস্থলে হাজো থানা পুলিশ পৌঁছে ঘাতক মৃদুল কলিতাকে আটক করেছে। এ নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Spread the News
error: Content is protected !!