বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার সৈয়দ সাদুল্লা আর নেই
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রে আরও এক নক্ষত্র পতন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার সৈয়দ সাদুল্লা আর নেই। তিনি গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে পরপারে পাড়ি দিলেন।
রক্তচাপজনিত সমস্যার কারণে সৈয়দ সাদুল্লার মৃত্যু হয়। সোমবার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি তিনি ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৭ বছর।
১৯৭৫ সালে তিনি আকাশবাণী ডিব্রুগড়ের স্টাফ আর্টিস্ট হিসেবে যোগদান করেন। আকাশবাণী ডিব্রুগড়ের প্রথম সংবাদ পাঠক ছিলেন সাদুল্লা। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, নাট্যকার, কবি, লেখক এবং গিটারের বাদক হিসেবে তিনি খ্যাতি লাভ করেছিলেন। প্রায় ১৮০টিরও বেশি গানের স্রষ্টা ছিলেন সৈয়দ সাদুল্লা। তাঁর মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

