চলে গেলেন অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : চলে গেলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা, রাজ্যসভার প্রাক্তন সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক, লেখক কমলেন্দু ভট্টাচার্য। শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮০ বছর।

জীবনের শুরুটাও করেছিলেন শিক্ষকতা দিয়েই। ছিলেন গুরুচরণ কলেজে ইংরেজির অধ্যাপক। ১৯৮৪ সালে রাজ্যসভার সদস্য। এরপর ১৯৯১ সালে শিলচর বিধানসভা কেন্দ্রে তিনি কংগ্রেসের টিকিটে লড়েন। মাত্র ৭১ ভোটে বিজেপি প্রার্থী বিমলাংশু রায়কে পরাস্ত হয়েছিলেন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন আজমলের দলে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রে নির্বাচন লড়েন হেরে যান। এর ফাঁকে জেলা ক্রীড়া সংস্থার দুইবারের সভাপতিও ছিলেন তিনি। এছাড়া শিলচর কলেজ অব এডুকেশনের অন্যতম স্থপতি, বিশ্ববিদ্যালয় দাবি রূপায়ন কমিটির কর্মকর্তা, মহীতোষ পুরকায়স্থ জন্মশতবার্ষিকী উদযাপন সমিতির সভাপতি সহ বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যুক্ত ছিলেন ১৯৭২ সালের ভাষা আন্দোলনের সঙ্গেও।

তিনি রেখে গিয়েছেন স্ত্রী, দুই মেয়ে ও দুই জামাতা সহ বহু গুণমুগ্ধ ছাত্রছাত্রী, রাজনৈতিক অনুগামী ও আত্মীয়স্বজন। তাঁর চিকিৎসক ছেলে কুণাল ভট্টাচার্য আগেই মারা গেছেন। জানা যায়, সোমবার তাঁর দেহ শিলচর কলেজ রোডের টিকরবস্তিতে আনা হবে।

Spread the News
error: Content is protected !!