অধ্যাপক অসিতরঞ্জন ভট্টাচার্যের কাব্য গ্রন্থ ‘হারানো সুর ‘প্রকাশিত

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : হাইলাকান্দি শ্রীকিষণ সারদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অসিতরঞ্জন ভট্টাচার্যের তৃতীয় কাব্যগ্রন্থ ‘হারানো সুর’ প্রকাশিত হলো বুধবার। এদিন সন্ধ্যায় হাইলাকান্দি বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়। এই কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন হয় প্রদীপ প্রজননের মাধ্যমে। উদ্বোধক অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য সহ কবি অসিত রঞ্জন ভট্টাচার্য, বরাকবঙ্গের শহর আঞ্চলিক সমিতির সভাপতি সুরজিৎ দেব, প্রবীণ নাগরিক সংস্থা সভাপতি নারায়ণ দেবনাথ, শিক্ষক তরুণ চট্টোপাধ্যায়,কবি বিধুভূষণ দাস, চিত্র শিল্পী নিহারেন্দু চৌধুরী, কবি আশুতোষ দাস,কবি কল্লোল চৌধুরী প্রমুখ।

অধ্যাপক অসিতরঞ্জন ভট্টাচার্যের কাব্য গ্রন্থ 'হারানো সুর 'প্রকাশিত

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তাপসী পাল। তবলায় সঙ্গত করেন অভিজিৎ মিত্র। এদিনের মুখ্য অতিথি অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য বলেন, অসিত বাবুর এই কাজ ভাবী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাছাড়া তিনি অসিতরঞ্জন ভট্টাচার্যের তৃতীয় কাব্য গ্রন্থ সংকলনের বিভিন্ন লেখনির প্রশংসা করে অভিনন্দন জানান।

অধ্যাপক অসিতরঞ্জন ভট্টাচার্যের কাব্য গ্রন্থ 'হারানো সুর 'প্রকাশিত

এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ছড়াকার রফি আহমেদ মজুমদার, কবি আশুতোষ দাস, কবি রবীন্দ্রনাথ কাশ্যপ,কবি বিধুভূষণ দাস, শংকর চৌধুরী। প্রত্যেক বক্তাই অধ্যাপক অসিতরঞ্জন ভট্টাচার্যের এই প্রচেষ্টার জন্য শ্রদ্ধা জানান।  তাছাড়া সঙ্গীত পরিবেশন করেন সলিল পুরকায়স্থ ও তরুণ চট্টোপাধ্যায় ও শ্রাবণী ভট্টাচার্য। পূর্ণিমা দে কবিতা আবৃত্তি করেন মহাশ্বেতা দেব ও ড. অভিজিৎ মিত্র। অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনায় ছিলেন পূরবী মিশ্র। এদিকে, অসিতবাবু নিজেও সবার অনুরোধে সঙ্গীত পরিবেশন করেন এবং উদ্বোধক অমলেন্দু ভট্টাচার্য সহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

Spread the News
error: Content is protected !!