দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অধ্যাপক কমরুল হকের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন পাথারকান্দিতে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত অধ্যাপক কমরুল হকের ২৬ তম মৃত্যুবার্ষিকী পালন করল পাথারকান্দি কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘ ২৬ বছরেও হকের মৃত্যুর ঘটনা রহস্যাবৃত, আক্ষেপ। বরাক উপত্যকার সুপরিচিত জননেতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সমাজকর্মী তথা পাথারকান্দি কলেজের পাথারকান্দি বিএড কলেজ সহ আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হকের মৃত্যু রহস্য আজও অধরা। মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানিয়ে বারবার স্মারকপত্র প্রদান করার পরও কোন সাড়া মিলেনি সিবিআই তদন্তের। ইতি মধ্যে সিবিআই তদন্তের দাবি জানিয়ে দীর্ঘ ২৫ বছর পেরিযে ২৬ বছর হয়ে গেছে। দীর্ঘ ২৬ বছর থেকে লাগাতারসিবিআই তদন্তের দাবিতে স্মারকপত্র প্রদান কারার পরও অধরা রয়ে গেলো জননেতা তথা পাথারকান্দির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা কমরুল হকের মৃত্যু রহস্য।ফের একই দাবি জানিয়ে ১৯ অক্টোবর শনিবার স্মারকপত্র প্রদান করলো কলেজ পড়ুয়া সহ এলাকাবাসী।
অন্যান্য বছরের মতো এবছরও ১৯ অক্টোবর শনিবার পাথারকান্দিক কলেজের প্রতিষ্ঠাতা তথা অধ্যাপক কমরুল হককে স্মরণ করন করলেন এলাকাবাসী সহ কজেল পড়ুয়া মৃত্যু রহস্য ভেদ করতে ফের সিবিআই তদন্তের দাবিতে গণ মিছিল শেষে সমজেলার ভারপ্রাপ্ত
সমজেলা আধিকারিকের হাতে দেশের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপ্রতি দ্রুপদী মূর্মূ সহ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যপাল উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় জনগন সহ কলেজ পড়ুয়ারা ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, আজ থেকে ছাব্বিশ বছর আগে অভিশপ্ত উনিশে অক্টোবর এক রহস্যজনক পথ দুর্ঘটনায় প্রাণ হারান সর্বজন পরিচিত মহান ব্যক্তিত্ব তথা পাথারকান্দির শিক্ষাবিদ তথা জনদরদি সমাজকর্মী অধ্যাপক কমরুল হক। কিন্তু রহস্য জনক ভাবে আজ দীর্ঘ ছাব্বিশ বছর অতিক্রান্ত হওয়ার পরও প্রয়াত কমরুল হকের মৃত্যু রহস্য আজও উদ্ঘাটন হয়নি।এনিয়ে বার বার সিবিআই তদন্তের দাবি উঠলেও নিটফল শূণ্য। এদিন প্রয়াত কমরুল হকের দুর্ঘটনাগ্রস্থ বাহনের চালক সহ গাড়িতে থাকা সহযাত্রীরা বেঁচে ফিরলেও রহস্যজনক ভাবে শুধু প্রাণহানী ঘটে কমরুল হকের। এতে শুরু থেকেই উনার সফর সঙ্গীদের বিরুদ্ধে চক্রান্ত করে হত্যার অভিযোগ করে আসছেন প্রয়াতের পরিবারের লোক সহ পাথারকান্দিবাসী। এমন গণ দাবিতে এক সময়ে নাকি কলকাতা থেকে একটি সিবিআই তদন্তকারি দল তদন্তে নামলে তাদেরকে মাঝপথে বিশেষ মহল প্রভাবিত করে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। ফলে আজও এই রহস্যজনক মৃত্যুকাণ্ডের কোন কিনারা হয়নি।
এ নিয়ে শনিবার ফের সিবিআই তদন্তের দাবিতে পাথারকান্দি অফিস পাড়া কাপালি কজেল কর্তৃপক্ষ কলেজ পাড়ুয়া ছাত্র ছাত্রী সহ পাথারকান্দির জনগন।পরে তারা ফের সিবিআই তদন্তের দাবিতে সম জেলা আধিকারিকের মাধ্যমে দেশের প্রাধানমন্ত্রী রাষ্ট্রপ্রতি সহ অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন।প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশ`শ আটানব্বই সালের উনিশে অক্টোবর বিশেষ কাজ শেষ করে গুয়াহাটি থেকে ফেরার পথে একটি রহস্যাবৃত দুর্ঘটনায় মহাপ্রস্তান ঘটে জননেতা তথা শিক্ষাবিদ কমরুল হকের। শনিবার শনিবার প্রয়াতের কনিষ্ট ভাই তথা পাথারকান্দি কলেজের অধ্যক্ষ ড৹ মঞ্জুরুল হকের নেতৃত্বে বিশাল সংখ্যক জনগন পড়ুয়া ও শিক্ষকরা বুকে কালো ব্যাজ পরে মিছিল করে প্রয়াত প্রফেসর কমরুল হকের সমাধিস্থলে পৌছে প্রয়াতের আত্মার সদগতি কামনা করে প্রার্থনা করেন।প্রয়াতের সমাধিস্থলে গিয়ে পূষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি বিশেষ মোনাজাত করা হয়।শেষে তারা মিছিলযোগে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে পাথারকান্দি সমজেলা কার্যালয়ের অফিস চত্তরে পৌছে নানা স্লোগানে মুখরিত হয়ে অধ্যাপক প্রয়াত কমরুল হকের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তে দাবিতে সমজেলার ভারপ্রাপ্ত আয়ুক্ত মাধ্যমে দেশের প্রাধান মন্ত্রী রাষ্ট্রপ্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন কলেজ অধ্যাপক মঞ্জরুল হক কলেজ পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি আহমেদ হোসেন সমাজকর্মী ফজল আহমেদ ও কলেজ পড়ুয়া সহ বিশিষ্ট জনেরা।
এদিন দুপুর বারো ঘটিকার সময় পাথারকান্দি কলেজে প্রয়াত কমরুল হকের এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সর্বধর্ম প্রার্থনা করা হয়। তারপর সভায় বিভিন্ন বক্তা প্রয়াত কমরুল হকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তোলে ধরেন। কমরুল হকের জন্য পাথারকান্দিতে আজ শিক্ষার প্রসার ঘটেছে। কমরূল হক একজন সমাজ সংস্কারক ছিলেন। মোদ্দা কথা এখানে উপস্থিত বিশিষ্ট জনেরা প্রয়াত কমরুল হকের বিষয়ে বিস্তার আলোচনা করেন। কলেজের অধ্যক্ষ্য ড° মঞ্জুরুল হকের পৌরোহিত্যে আয়োজিত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ড° মর্তুজা হোসেন, সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড° হরিপদ দেবনাথ, গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদার, আব্দুস সহিদ, সুরঞ্জন দাস, ফজল আহমদ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা প্রমুখ।
এদিনের এই কার্যক্রমে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিতি ছিলেন গৌয়াগাটি হাই কোর্টের আইনজীবী এ এস তাপাদার পাথারকান্দি সাবডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ বিশিষ্ট সমাজসেবী সুরঞ্জন দাস পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা বদরপুর কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেন,পাথারকান্দি কলেজ পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি আহমেদ হোসেন স্বামী বিবেকান্দ কলেজের অধ্যক্ষ হরিপদ দেব নাথ, হরেকৃষ্ণ গোশামী শিক্ষক মাওলানা এটিএম জাকারিয়া, হেনা বেগম খান প্রমুখ সহ কলেজ পরিচালনা কমিটির কর্মকর্তা সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা সহ আরও বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, এদিন অধ্যাপক কমরুল হকের মৃত্যু দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে কমরুল হকের জীবনী নিয়ে রচনা ও কবিতা প্রতিযোগিতা অনুষ্টিত হয় পরে বিজয়ীদের হতে পুরষ্কার তোলে দেন বিশিষ্ট জনেরা।