মহালয়ায় ড্রিমসের শোভাযাত্রা

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : প্রতি বছরের ন্যায় এ বছর নতুন পাড়া দুর্গাপূজা কমিটি ড্রিমসের ব্যবস্থাপনায় মহালয়া উদযাপন করা হয় শোভাযাত্রার মাধ্যমে। এবছরের থিম ছিল ডিজিটাল দুর্গা। পরিচালিকা অনিন্দিতা পালের তত্ত্বাবধানে এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে দেবাদিদেব মহাদেব মা কালীকে দক্ষিণেশ্বর একা রেখে দেবী গৌরীকে নিয়ে ঘুরতে এসেছেন। তারপর গৌড়ীর কাছে ধরা পড়ে যান মহাদেব। এই থিমের নাটকীয় রূপ দেখতে আজ শহরের প্রধান প্রধান সড়কে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। সহস্রাধীক দর্শনার্থীরা এ শোভাযাত্রা দেখতে আসেন।

ড্রিমসের প্রধান উদ্যোক্তাদের মধ্যে অন্যতম গৌতম গুপ্তের উৎসাহে মহালয়ার এই শোভাযাত্রা প্রতিবছরই আকর্ষণীয় এবং আনন্দদায়ক হয় বলে দর্শনার্থীরা জানান। ২০৩০ সালে মা দুর্গার গমন এবং আগমন দুটোই যেহেতু ঘোড়ায় তাই আজকের শোভাযাত্রায় প্রথমে ঘোড়ার মধ্যে দেবী মাকে দেখা যায় তারপর ডিজিটাল দুর্গা এবং দেবাদিদেব মহাদেব তারপর ছিল কাঁঠামের সেই চিরাচরিত দৃশ্য।

মহালয়ায় ড্রিমসের শোভাযাত্রা

আজকের ঘোড়ার মধ্যে দুর্গা সেজেছিলেন বর্ণালী মালাকার, তার পেছনের ডিজিটাল শিব মহাদেব প্রেমজীৎ মালাকার, ডিজিটাল মা দুর্গা সেজেছিলেন মধুরিমা, দুর্গাপুজোর কাঠামের ভূমিকায় ছিলেন মমতা দেবনাথ, প্রিয়া চৌধুরী, বিপাসা নাথ, ঋষিকেশ নাথ, সৌরভ দেবনাথ নেহা শুক্লবৈদ্য। আজকের এত সুন্দর শোভাযাত্রায় বস্ত্র ও অলঙ্কারসজ্জা করেছেন রুমাপাল।

Author

Spread the News