সিংঙ্গারিতে প্রাইজমানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : শিলচর বিধানসভা সংলগ্ন চেংকুড়ি রোড ভজন্তিপুর জিপির সিংঙ্গারিতে পিএইচই প্লান্ট সংলগ্ন ব্যাডমিন্টন ইনডোর ফিল্ডে আন্তঃজেলা প্রাইজমানি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সমাপ্ত হল। মেন্স ওপেন ডাবলসে বিজয়ী চ্যাম্পিয়ন অলক সিংহ ও অমরজ্যোতি সিংহ। রানার্স হয়েছেন জগৎজ্যোতি রাজকুমার ও বনীপ সিংহ। মেনস সিঙ্গেলস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন অলক সিংহ। রানার্সআপ বনীপ সিংহ। বেটারেন ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন কার্তিক দাস ও অমরজ্যোতি ভট্টাচার্য। রানার্স পুরস্কার পেয়েছেন পল্লব ও দেবেন সিংহ। বেটারান থার্টি ফাইভ প্লাসে সিঙ্গেলসে চ্যাম্পিয়ন ইন্দ্রকুমার সিংহ  ও রানার্স আপ জগৎজ্যোতি রাজকুমার।

সিংঙ্গারিতে প্রাইজমানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

গার্লস সিঙ্গেলস ওপেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সর্বাণী ঘোষ, রানার্স হয়েছেন আরকে রাজলীনা সিংহ। আন্ডার ১৭ বয়েজ সিঙ্গেল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অভয় সিংহ, রানার্সআপ হয়েছেন বীর সিংহ। আন্ডার ১৭ বয়েজ অ্যান্ড গার্লস প্রথম পুরস্কার ৩ হাজার, দ্বিতীয় পুরস্কার ২ হাজার।ম্যান্স ওপেনে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার। ম্যান্স ওপেন ডাবলসে প্রথম পুরস্কার ১২ হাজার ও দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা।

এছাড়া ভ্যাটারেনদের খেলাতেও প্রাইজমানি সহ ট্রফি দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মনিপুরী মহাসভার সভাপতি রামকৃষ্ণ সিংহ। বিশিষ্ট অতিথিরা হলেন মহাসভার উপ-সভাপতি রাজেশ সিংহ, বিশিষ্ট শার্টলার নবেন্দু সিংহ সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ওয়েস্ট শিলচর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের এই আসর শুরু হয়েছিল ১১ ফেব্রুয়ারি থেকে। সোমবার রাতে ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

Author

Spread the News