লিটিল ব্লোজম সিনিয়র সেকেন্ডারি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : কানিশাইল লিটিল ব্লোজম সিনিয়র সেকেন্ডারি স্কুলের পুরস্কার বিতরণী ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে পৌরহিত করেন স্কুলের এক স্বত্বাধিকারী তথা আসিমিয়া হায়ার সেকেন্ডারির অবসরপ্রাপ্ত অধ্যাপক আতিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। তারপর স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম তাঁর স্বাগতিক বক্তব্যে স্কুলের ইতিবৃত্তান্ত তুলে ধরেন। স্কুলের পুরস্কার প্রাপক ও দশম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জ্ঞাপন করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে কানিশাইল-শরিফনগর জিপির প্রাক্তন জিপি সভাপতি হোসেন আহমদ চৌধুরী তার সারগর্ভ ভাষণে প্রথমে এ ধরনের একটি উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান সূচনা করে যাঁরা এলাকার সন্তানদের সুশিক্ষিত করে এগিয়ে নেওয়ার প্রয়াস করছেন তাঁদের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া তিনি বলেন, পিছিয়ে পড়া এই শহরতলি কানিশাইলে এ রকম একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত প্রয়োজন ছিল। তিনি বলেন, বেসরকারি স্কুলের ফলাফল ভালো হওয়ার পেছনে একমাত্র কারণ হল শিক্ষক শিক্ষিকার পাঠদানের মাধ্যমে আন্তরিকতা। শেষে তিনি পুরস্কার প্রাপক ও দ্বাদশ শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আজহার উদ্দিন, শরিফনগর এলপি স্কুলের প্রাক্তন সভাপতি সালেহ আহমদ চৌধুরী, শিক্ষক আবুল হোসেন চৌধুরী, শরীফ নগর এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক চৌধুরী, সমাজকর্মী তানিয়া দে, খয়রুল আলম চৌধুরী, আব্দুল আজিজ, আব্দুল আল্লাম, আব্দুল হাসিম, আব্দুল হানিফ প্রমুখ।
এ দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত হলে কি হয় তা সম্পর্কে সুন্দর একটি নাটক পরিবেশন করেন পাশাপাশি বিহুগীত, ধামাইল, নাচ, গান ইত্যাদি স্কুলের ছাত্র ছাত্রীরা পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে তুলে। শেষে অতিথিরা মিলে বিদায়ি ও পুরস্কার প্রাপক ছাত্র-ছাত্রীদের হাতে উপহার সামগ্রী ও পুরস্কার তুলে দেন।