ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি ঘোষণা! সোমবারই দুই দেশ থেকে মুক্তি পাচ্ছেন বন্দিরা
১৩ অক্টোবর : গাজায় দীর্ঘ দুই বছর বন্দিদশা কাটিয়ে মুক্তি পেতে চলেছেন ৪৮ জন ইজরায়েলি নাগরিক। যার মধ্যে বর্তমানে জীবিত মাত্র ২০ জন। পাশাপাশি ইজরায়েল থেকেও মুক্তি পাচ্ছেন হামাসের প্রায় ২০০০ বন্দি। ইজরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সোমবারই মুক্তি পাবেন দুই দেশের বন্দিরা।
জানা গিয়েছে, ইজরায়েল-হামাসের যুদ্ধ চলাকালীন দক্ষিণ ইজরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়েছিল তাঁদের। কেউ আবার কিব্বুতজ এলাকায় নিজের বাড়ি থেকে অপহৃত হন। ইজরায়েল দাবি করেছে, গাজায় এখনও ৪৮ জন বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। চলতি বছরের অগাস্ট মাসে একটি ভিডিও পোস্ট করে হামাস। সেই প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে ২৪ বছরের এভিয়াতার ডেভিডে। তাঁকে নিজের কবর খুঁড়তে দেখা গিয়েছিল, শরীর ছিল হাড়জিরজিরে।
বন্দিদের তালিকায় রয়েছেন ইজরায়েলের তরুণ পিয়ানোবাদক আলন ওহেল (২৪) এবং আভিনাতান অর (৩২)। অরের বান্ধবী নোয়া আরগামানি। নোয়া-কে গত জুন মাসে উদ্ধার করে ইজরায়েলি সেনা।
এছাড়াও সাতজন বন্দিকে নিজেদের কিব্বুতজের ঘর থেকে অপহরণ করে হামাস। তাদের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সি যমজ গালি ও জিভ বারম্যান, এবং ভাই এরিয়েল কুনিও (২৮) ও ডেভিড কুনিও (৩৫)। ডেভিডকে অপহরণ করা হয়েছিল তাঁর স্ত্রী শ্যারন ও দুই ছোট মেয়ের সঙ্গে। পরে ২০২৩ সালের নভেম্বরে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির সময় তাঁদের মুক্তি দেওয়া হয়। দু’জন ইসরায়েলি সেনাও এখনও হামাসের হাতে বন্দি রয়েছেন, মাতান অ্যাংগ্রেস্ট (২২) এবং নিমরড কোহেন (২০)। তাঁরা দু’জনেই ৭ অক্টোবরের যুদ্ধে হামাসের হাতে ধরা পড়েন।
সূত্রের খবর, ৪৮ জন বন্দির মধ্যে রয়েছেন চারজন বিদেশি। তাদের মধ্যে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, এদের একজন তানজানিয়ান ছাত্র, দুই জন থাই শ্রমিক এবং একজন নেপালের ছাত্র বিপিন জোশি। যদিও বিপিনের খোঁজ এখনও মেলেনি। ইজরায়েল জানিয়েছে, ২৬ জন বন্দিকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। তবে দু’জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। মৃতদের মধ্যে একজন ইজরায়েলি সেনা, যিনি ২০১৪ সালের ইজরায়েল-হামাস যুদ্ধে নিহত হয়েছিলেন। বাকিরা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহৃত হন। কেউ কেউ অপহরণের সময়ই মারা যান, আবার কেউ হামাসের হাতে খুন হন বা গাজায় ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারান।